[hana-flv-player video=”http://blog.bdnews24.com/video/1303320207mizan_2020.mp4.flv” /]
নারীদের ইসলাম কোথা থেকে কোথায় এনেছে
ক্যাটেগরিঃ ভিডিও
ক্যাটেগরিঃ ভিডিও
[hana-flv-player video=”http://blog.bdnews24.com/video/1303320207mizan_2020.mp4.flv” /]
ওরিয়ন বলেছেনঃ
🙁
আইরিন সুলতানা বলেছেনঃ
এটা কি কোন সিনেমার অংশ? এখানে কেন আদরের কন্যাশিশুটিকে জীবন্ত কবর দেয়া হলো একটু বুঝিয়ে বলবেন?
ঠিক কী বোঝানো হয়েছে, এবং এই পোস্টের শিরোনামের সাথে বিষয়টি কিভাবে যোগসূত্র স্থাপন করছে জানতে চাচ্ছিলাম।
ভিডিও হৃদয়বিদারক ছিল।
মিজান বলেছেনঃ
এটি আইয়ামে জাহেলিয়াতের যুগের ঘঠনা নিয়ে তুর্কি ভাষায় ডাবিং কৃত একটি সিনেমার অংশ বিশেষ।
ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার আগে আরবে নারীদের এভাবে জীবিত কবর দেওয়া হত। কারণ তখন তাদের তুচ্ছ তাচ্ছিল্য করা হত , তাদের দাসী হিসাবে বিক্রয় করা হত। তাদের পিতার বা স্বামীর সম্পদে কোন হক ছিল না । ইসলামই তাদের মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন। রাসুল (সাঃ) তাদের জন্যে আল্লাহর নির্দেশে পিতা ও স্বামীর সম্পদে অধিকার প্রতিষ্ঠিত করেন। তাদের জন্যে বিবাহের সময় মোহরানার অধিকার প্রতিষ্ঠিত করেন। আজ তাদের সমান অধিকারের কথা বলা হয়। অথচ ইসলাম তাদের যে অধিকার দিয়েছে তা আদায়ের ব্যাপারে কারো মধ্যে আন্তরিকতা চোখে পড়ে না।
ফারাবী বলেছেনঃ
আপনাকে ধন্যবাদ। আল্লাহ সুবহানাতায়ালা আপনাকে উত্তম প্রতিদান দিক। in Facebook I have an account by that- Farabi1924@gmail.com.
MD SUMON বলেছেনঃ
ata ata ki 100%
ata ata ki 100%
ata ata ki 100%
mannafi বলেছেনঃ
মুহাম্মদী ইসলাম আসার পূর্বে কি ইসলাম ছিল না ? ঈসায়ী ইসলামে কি নারীর অধিকার প্রদান করা হয় নাই? ইব্রাহীমি ইসলামে ?
আল্লাহ কি অধিকার হীন করে নারী পাঠিয়েছেন ?
অধিকার দেবার প্রশ্ন আসে কেন ?
মিজান বলেছেনঃ
আইয়ামে জাহেলিয়াতের যুগের ইতিহাস পড়লে আমার মনে হয় আরো বিস্থারীত জানতে পারবেন।
সুহৃদ বলেছেনঃ
যুগটাকে জাহেলিয়াত বানিয়েছিল আপনার মতো জাহেল পুরুষরা। এখনও সেই জাহেল আমিনিরাই সেখানে ফিরিয়ে নিতে চাইছে।
মিজান বলেছেনঃ
গঠনাটি ইসলাম পূর্ব যুগের, সেহেতু বুঝা যায় এটি আপনারা যারা আযান শুনলে কানে আঙ্গুল ঢুকিয়ে দেন তাদের যুগ। আপনি যদি মুসলিম হয়ে থাকেন , ইসলাম মোতাবেক চলার চেষ্টা করুন ,আর যদি অমুসলিম হয়ে থাকেন তাহলে আপনাদের ইসলাম ধর্মীয় কোন বিষয় বা আমিনিদের কোন বিষয় নিয়ে মন্তব্য না করায় শ্রেয়।
আর মুসলিম হয়ে যদি ইসলাম ভাল না লাগে ছেড়ে দিন , ইসলাম আবর্জনা মুক্ত হোক।
লুৎফর ফরাজী বলেছেনঃ
সুহৃদ ভাই! এতো কু হৃদয়ের পরিচয় দিয়ে মিজান ভাইকে আঘাত না করলেও পারতেন। সবারই কথা বলার অধিকার আছে। তবে কেন কাউকে সরাসরি জাহিল বলে নিজের ভদ্রতার মুখোশ উন্মোচন করা?!!!!
ছায়া বলেছেনঃ
সম্পূর্ণ ভিডিও দেখার আগেই পোস্ট করে দিলাম। এসব দেখলে সারাদিন মনটা খারাপ থাকে।
ফেসবুকে শেয়ার দিলাম।