অবুঝ ২ শিশুর মুখে দু’বেলা দু’মুঠো ভাত তুলে দিতে লিটন সুস্থ্য হতে চায়

মিজানুর কালিগঞ্জ
Published : 27 July 2012, 07:49 AM
Updated : 27 July 2012, 07:49 AM


রিক্তা(১১) ও টুকটুকি(৩) দু'বোন। নিজেদের ঘর ছাড়তে সেদিন খুব কষ্ট হয়েছিলো ওদের। ঘর ছাড়ার দিন বড় বোন রিক্তা টুকটুকিয়ে বুঝিয়ে বলেছিলো দেখিস বাবা এবার ঠিকই ভালো হয়ে যাবে। তখন আরেকটা সুন্দর বাড়ি বানাবে। কিন্তু বাড়ি বিক্রি করা টাকায়ও লিটন স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। প্রসাবের ব্যাগ তার নিত্যসঙ্গী। অসহায় হয়ে পড়েছে লিটনের স্ত্রী ও দু'সন্তান রিক্তা ও টুকটুকি।

গত বছর মার্চ মাসে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঝিনাইদহের কালীগঞ্জের আনন্দবাগ গ্রামের লিটন মাহমুদের তলপেট ও গোপন অঙ্গ ছিন্ন-ভিন্ন হয়ে গিয়েছিল। অস্ত্রপাচারের মাধ্যমে তা কোন রকমে জোড়া লাগানো হলেও আরেকটি অস্ত্রপাচার প্রয়োজন হাতে ধরে থাকা প্রসাবের ব্যাগ হতে মুক্তি পেতে। ২ সন্তানের জনক ভূমিহীন লিটন স্বাভাবিক জীবন ফিরে পেতে চায়। ডাক্তার বলেছেন ২-৩ লক্ষ টাকা হলে লিটন স্বাভাবিকভাবে প্রসাব করতে পারবে। লিটন সমাজের বিত্তবান মানুষের সাহায্য চান স্বাভাবিক জীবনে ফিরে তার অবুঝ ২ শিশুর মুখে দু'বেলা দু'মুঠো ভাত তুলে দিতে। সাহায্য পাঠানোর ঠিকানা লিটন মাহমুদ,সঞ্চয়ী হিসাব নং-১৮১০৭,অগ্রনী ব্যাংক, কালীগঞ্জ,ঝিনাইদহ।

***
মিজানুর রহমান, কালীগঞ্জ, ঝিনাইদহ॥
২৭.৭.১২
০১৭৬৩৪৪৯৬৬২