আয়-ব্যয় সমান!!

মিজানুর কালিগঞ্জ
Published : 30 July 2012, 06:04 PM
Updated : 30 July 2012, 06:04 PM

সমপ্রতি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বানিজ্য বন্ধ নীতি মালা-২০১২ প্রণয়ন করেছে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী একজন শিক্ষক দিনে অন্য প্রতিষ্ঠানের সর্বোচ্চ ১০ জন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতে পারবে এবং প্রতি বিষয়ে শিক্ষার্থী প্রতি ১'শ ৫০ টাকা হারে টাকা নিতে পারবে। এ হারে ১০জন শিক্ষার্থীকে পড়িয়ে ঐ শিক্ষকের মাসিক আয় হবে ১ হাজার ৫'শ টাকা। এ ব্যাপারে চৌগাছা এ.বি.সি.ডি কলেজের প্রভাষক আসাদুল ইসলাম জানান প্রজ্ঞাপন অনুযায়ী দিনে যদি ১০ শিক্ষার্থীকে পড়ানো হয় তবে ১শ ৫০ টাকা হারে টাকা নিলে মোট আয় আসে ১হাজার ৫'শ টাকা। তিনি আরো জানান, কালীগঞ্জে যদি পড়ানোর উদ্দেশ্যে একটি এক রুমের বাসা ভাড়া নিতে হয় তাহলে কমপক্ষে ১হাজার ৫'শ টাকা ভাড়া গুনতে হয়। অর্থাৎ ১০ জন শিক্ষার্থী দিনে পড়ালে তার আয় ব্যয় সমান হচ্ছে। এমত অবস্থায় তার কি করণীয়?

মিজানুর রহমান,কালীগঞ্জ,ঝিনাইদহ
৩০.০৭.১২