নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ বিক্রিতে নয়া প্রস্তাব

মিজান
Published : 17 April 2012, 09:48 AM
Updated : 17 April 2012, 09:48 AM

গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)র কাছে একটি অন্যায্য প্রস্তাব করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি।

এই প্রস্তাবটি নতুন নয়। এর আগেও ঠিক একই ধরনের প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন রাজি হয়নি।

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তাবিত প্রতি ইউনিটের দাম আবাসিক গ্রাহকের জন্য ১৩ টাকা এবং অনাবাসিক গ্রাহকের জন্য ১৮-২২ টাকা। নতুন এই মূল্যহার নির্ধারণের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন উন্মুক্ত সভা ও গণশুনানি করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

বিদ্যুৎ উৎপাদনের যে অবস্থা তাতে নির্দিষ্ট পরিমান (বড়লোক) গ্রাহক যদি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পায়, স্বাভাবিক ভাবেই বাকী বিদ্যুৎ সাধারন (গরীব) গ্রাহকদের মাঝে বিতরণ করা হবে।পাঠক আমরা আশা করতে পারি এবার হয়তো এই প্রস্তাবটি পাশ হয়ে যাবে। এবং আমরা সাধারন জনগন আরো বেশী লোডশেডিং উপভোগ করতে পারব।