আফরোজারা মারা গেলে হরতাল হয়না!

মিজানুর৭৭৭৭
Published : 3 Feb 2013, 07:38 PM
Updated : 3 Feb 2013, 07:38 PM

লোকলজ্জার ভয়ে শরীরে আগুন লাগিয়ে ১১ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ১ ফেব্রুয়ারি শুক্রবার ইহলোক থেকে বিদায় নিলো রংপুরের আফরোজা। শুধু আফরোজা নয় ধর্ষনের শিকার এমন অনেক আফরোজা ওপারে পাড়ি জমালেও নজর কাড়তে পারেনি কোন নারীবাদী সংগঠন, কোন রাজনৈতিক সংগঠন কিংবা কোন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের। ওদের মৃত্যুতে জোরালো বিক্ষোভ মিছিল হয়না, হয় না কোন হরতাল। জনগনের বন্ধু পুলিশকে কখনও এমন নির্দেশ দিতে শোনা যায়নি, "ধর্ষক দেখা মাত্র গুলি।" যে নির্দেশ অন্য ক্ষেত্রে শোনা যায়। আসুন আমরা আফরোজাদের পাশে দাঁড়াই। ধর্ষকদের বিরুদ্ধে বজ্রকণ্ঠে আওয়াজ তুলি। কঠোর আন্দোলন গড়ে তুলি। আসুন যে ধরনের আন্দোলন করে সফল হয় রাজনৈতিক সংগঠনগুলো, সেই ধরনের আন্দোলন গড়ে তুলি আফরোজাদের রক্ষার জন্য। আমার এ প্রলাপ হয়ত কেউ শুনবে না কারণ আফরোজারা রাজনীতি করেনা আমিও রাজনীতি বুঝিনা। তারপরও আমার এ আহ্বান। অপেক্ষায়—॥