জনাব আইনমন্ত্রী, আষাঢ়ে গল্প বাদ দেন!

কালবৈশাখী ঝড়
Published : 20 Oct 2014, 07:11 AM
Updated : 20 Oct 2014, 07:11 AM

জনাব আইনমন্ত্রী! আষাড়ে গল্প আর কত শোনাবেন?
পিয়াসের বোন সুন্দরী সহকর্মির মান বাঁচাতে ফালতু কাহিনী বানাতে তিন-চার দিন লেগে গেল?
ক্লাস ফাইবের শিশু মুক্তিযুদ্ধের রণকৌশলের গোপন বৈঠক করছে? হাসবো?

পিয়াসের বাপকে মুক্তিয়োদ্ধাদের সমর্থন বন্ধ করে সুপথে আনতে পিয়াসকে আটক?
আরে .. পাকি আর্মি যেখানে মুক্তিয়োদ্ধা বা আওয়ামীলীগার জানতে পারলেই তার গুষ্ঠি ছাফা করতো।

ঐ সময়কার যে কোন জেলা শহরে অবস্থানকারি যে কাউকে জিজ্ঞেস করে দেখতে পারেন।
কোন মুক্তিয়োদ্ধা বা আওয়ামী সমর্থক, বা হিন্দু জেলা শহরে প্রকাশ্যে অবস্থান করতে পারেনি। সম্ভব ছিলনা। নিশ্চিত মৃত্যু।
পরিবার পরিজন নিয়ে থাকা তো অবিশ্বাস্য!

জনাব আইনমন্ত্রী! পিয়াসের বোনের থেকে শোনা আষাড়ে গল্প বাদ দেন।

উনি মুসলিমলিগার ছিলেন।
উনি শান্তিকমিটির চেয়ারম্যান ছিলেন।
এসব কথা তার পুত্ররা অনেক আগেই বলেছেন। রেকর্ডেড।

তার মহাগুনধর পুত্র পিয়াসও একই রাজাকারি আদর্শ ধারন করতেন, আমৃত্যু তাই করে গেছেন।