পত্রিকার হেডিংএ লিখছে – ‘সড়ক যোগাযোগ’ কার্যত অচল, ঢাকা বিচ্ছিন্ন! কিন্তু ভেতরে ‘সেতু টোল কাউন্টার’ পরিসংখান দিয়ে বলছে ৫০%-৬০% বাস-ট্রাক চলাচল করছে। একেই বলে প্রথম আলোর হলদে সাংবাদিকতা।
অবরোধের নামে বিরামহীন নাশকতা-আগুনবোমার মধ্যেও দূরপাল্লার প্রায় অর্ধেক সংখ্যক বাস কমবেশি চলাচল করছে। গত ১২ ঘণ্টায় র্যার, পুলিশ ও বিজিবি দেশের বিভিন্ন স্থানে ৩২ হাজার ৪১৭টি যানবাহনকে পাহারা দিয়ে গন্তব্যে পৌঁছে দিয়েছে। প্রথম আলোর রিপোর্ট আরো বলছে – সওজের হিসাবে, সবচেয়ে বেশি যানবাহন চলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে। এই পথে দৈনিক গড়ে যানবাহন চলে ১৫ হাজার। সবচেয়ে বেশি চলে বাস, ট্রাক-কাভার্ড ভ্যান। দেশের উত্তরাঞ্চলের সঙ্গে পূর্বাঞ্চলের যোগাযোগ রক্ষাকারী বঙ্গবন্ধু সেতু দিয়ে স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে সাড়ে ১২ হাজার যানবাহন চলাচল করে। এগুলোর বেশির ভাগই গণপরিবহন। কিন্তু ৬ জানুয়ারি থেকে অবরোধ শুরুর পর যানবাহন চলাচলের পরিমাণ নেমে এসেছে অর্ধেকে।
এইসব পরিসংখ্যানই বলে দিচ্ছে ঢাকা বিচ্ছিন্ন নয়, অর্থাৎ অর্ধেক সংখ্যকের বেশি দূরপাল্লার বাহন চলছে। আর টিভিওয়ালাদের কী বলব? কোন ইনসাইড রিপোর্টিং নেই, গুলিস্তানে একটি বাসে আগুন দেয় ভাড়াটে কিছু টোকাই, সেটা দিন-রাত এমনকি পরদিন সকাল পর্যন্ত টিভির নিচে স্ক্রলে ঝুলতে থাকে, ‘গুলিস্তানে বাসে আগুন! গাবতলিতে টায়ারে আগুন’!
এইসব মিডিয়া ভ্যান্ডালিজম আর কতকাল দেখে যেতে হবে?
***
সুত্র – দৈনিক প্রথম আলো
সুকান্ত কুমার সাহা বলেছেনঃ
প্রথম আলোর স্লোগান ছিল, বদলে যাও বদলে দাও! — একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলেই দেখা যাবে; তারা খুবই সূক্ষ্ম প্ল্যানে তাদের স্লোগানের বাস্তবায়ন ঘটাচ্ছে; ক্রমেই তারা নিজেরা ‘হলুদ’ হয়ে যাচ্ছে এবং বাংলাদেশের সবুজ রঙটাকেও পরিবর্তন করে ‘হলুদ’ বানাবে বলে পণ করেছে। দুঃখজনক !!!
কালবৈশাখী বলেছেনঃ
এইসব হলুদ মিডিয়া ভ্যান্ডালিজম আর কয়েকদিন আমাদের দেখে যেতে হবে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
মামুন ভাই বলেছেনঃ
এইসব হলুদ মিডিয়া
কালবৈশাখী বলেছেনঃ
হলুদ মিডিয়ার আরো কিছু কারবার –
ঐদিন (৫ জানুয়ারী) অবরুদ্ধ খালেদা যেভাবে অবরোধের ঘোষনা দিলেন তাতে আমার মনে হয়েছে ওটা পুর্বনির্ধারিত সিদ্ধান্ত ছিল না। খালেদা ১৮ মিনিট বিভিন্ন বক্তব্য শেষ করে উপরে উঠে যাচ্ছিলেন। সাংবাদিকরা কাতর কন্ঠে চিৎকার করছিলেন “ম্যাডাম কিছু বলেন… হরতাল,অবরোধ বা কোন কর্মসুচী দিবেন কিনা”?
উনি বলে দিলেন “অবরোধ অব্যাহত থাকবে”! সিড়ি বেয়ে উঠতে উঠতে (অবোরোধ আবার জারি করলো কখন?)
কারন উনি বক্তব্যর যেখানটায় অবরোধের ঘোষনা দেন ঠিক ঐ জায়গায় মনে হচ্ছিল না কোন কর্মসুচী দিতে যাচ্ছেন। মনে হচ্ছিল বক্তব্যর শেষে কেউ কিছু জিজ্ঞেস করাতে তাৎখনিক কর্মসুচি দিয়ে দিলেন। সিড়ি দিয়ে উঠতে উঠতে …
নিলীম আহসান বলেছেনঃ
😥
কালবৈশাখী বলেছেনঃ
এইসব হলুদ মিডিয়া দেখে মন খারাপ, নাকি ভিন্নমতপোষন করছেন?