বিএনপি ‘নলেজ’ দারিদ্রতায় ভুগছে

কালবৈশাখী ঝড়
Published : 5 Feb 2015, 06:28 PM
Updated : 5 Feb 2015, 06:28 PM

দলটি এতই নলেজ দারিদ্রতায় ভুগছে যে ফেবুর মিথ্যা তথ্যের উপর নির্ভর করতে হচ্ছে। ছিহ.. খালেদা! গুজব যাচাই না করেই ম্যাডাম আজ দেয়া বার্তাটিতেও এটার উল্লেখ করেছেন।
তার দলটি এতই 'নলেজ' দারিদ্রতায় ভুগছে যে ফেসবুকের মিথ্যা তথ্যের উপর নির্ভর করতে হচ্ছে।

পুরাতন পত্রিকার আর্কাইভ চেক করে দেখেছি। ১৯৯৬ সালে এসএসসি পরীক্ষা হবার কথা ছিল ২৮ মার্চ, যেটি ৭ এপ্রিল পর্যন্ত মাত্র ৯দিন পেছানো হয়েছিল, হরতাল না, দাপ্তরিক বিলম্বে। সেই সময়টায় তত্তাবধায়ক দাবি অনেকটা মিটে যাওয়ায় পরীক্ষার সময় কোনো প্রকার হরতাল ছিল না।

১৯৯৪ সালে এসএসসি পরীক্ষা একবার তিন মাসের জন্য দেরি হয়, সেটি বিশ্বকাপ ফুটবল এর জন্য, এজন্য তখন বেশ সমালচিত হয়েছিল। তখনও হরতাল ছিল না। প্রমান দেখুন! ৭ এপ্রিল ১৯৯৬ এর ইত্তেফাকের প্রথম পাতা।