বিবিসি বাংলা আমাদেরকে কী ভাবে?

কালবৈশাখী ঝড়
Published : 17 May 2016, 06:29 PM
Updated : 17 May 2016, 06:29 PM


জেরুজালেমে মেনদি এন সাফাদি

বিবিসি বাংলার কাছে মুন্নিসাহাও হার মানবে,
টেলিফোনে প্রশ্নের নমুনা দেখুন –
" মি: সাফাদি, আসলাম চৌধুরির সাথে আপনাদের গোপন কোন কথাবার্তা হয়েছিল?
বিবিসির বাংলার সুভজতি ফোনে জিজ্ঞেস করছিলেন ইসরাইলি এজেন্ট মেনদি এন সাফাদিকে!
চোরা কখনো বলে 'চুরি করছি' ? বিবিসি বাংলা আমাদেরকে কি আবুল মনে করে?

সাফাদি কি যেনতেন একজন?
সাফাদি কট্টর লিকুদ পার্টির উর্ধতন নেতা, ইসরাইলের পররাষ্ট্রনীতি ও কূটনীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড পাবলিক রিলেশনসের প্রধান।
তুখোর মোসাদ এজেন্ট 'সরকার উৎখাতের গোপন ষড়যন্ত্র' স্বীকার করবে?
গোপন বৈঠকটা কি জিনিস? একসাথে ডিনার .. অফিসরুমের দরজাটা বন্ধ করলেই তো গোপন।
গোপন বৈঠক ঘটা করে করা হয়, আর ফোনে জিজ্ঞেস করলেই জানাযায়! এইসব শিখায় আমাদের বিবিসি।
আর বিবিসি নিজেকে কি ভাবে? মোসাদ বা কোন বিদেশী রাষ্ট্রিয় গোয়েন্দা উর্ধতন কর্মকর্তারা এসাইনমেন্টে কখনো তার 'গোয়েন্দা পদ' ঘোষনা করবেন?
লিকুদ পার্টির ইসরাইলি ওয়েবসাইটে বাংলাদেশ প্রসঙ্গে বলতে গিয়ে ইসরায়েলের লিকুদ পার্টির এই নেতা ইসরাইলের সাথে কুটনৈতিক সম্পর্ক স্থাপনের শর্তে লন্ডনের 'মিস্টার রহমান' নামে একজনের সঙ্গে বৈঠকের কথা তিনবার উচ্চারন করেছিলেন।
বিবিসি একবারও জিজ্ঞেস করলো না "হু ইস দ্যাট মি: রহমান"