ইচ্ছাকৃত সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে প্রথম আলো

কালবৈশাখী ঝড়
Published : 15 Oct 2016, 03:06 PM
Updated : 15 Oct 2016, 03:06 PM

ছোট শিশুরা নিজেরা মারামারি করতে পারে, দুর্ঘটনা ক্রমে হাত ভাংতেই পারে। কিন্তু প্রথম আলো ইচ্ছাকৃত সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। ফেবুতে পাকিস্তানির  স্ট্যাটাসটিকেই খবরের শিরোনাম দিয়ে দিল। ক্যালিফোর্নিয়া ওয়েক কাউন্টি পাবলিক স্কুলের বাসে ৬-৭ বছরের একদল শিশু নাকি জিসান নামে একজন একই বয়েসের একটি শিশুকে মুসলমান ধর্মের কারনে মেরেছে!
অদ্ভুত! লিখতে পারতো "ফেসবু্কে এক পাকিস্তানির অদ্ভুত দাবী। ৬-৭ বছরের কিছু শিশু মোসলমানকে আক্রমন"
(এই শিশুরা হিন্দু-মুসলিম পার্থক্য বুঝে!)

কিন্তু প্রথম আলো এটিকে শিরোনাম দিয়ে 'খবর' হিসেবে প্রতিষ্ঠা করলো-
"মার্কিন যুক্তরাষ্ট্রে সাত বছর বয়সী পাকিস্তানি বংশোদ্ভূত এক শিশুকে স্কুল বাসে তার পাঁচ সহপাঠী পিটিয়েছে। শুধু মুসলিম হওয়ায় পিটুনি খেতে হয়েছে"

খবরটির লিঙ্ক –
প্রথম আলো
ফলাও করে প্রকাশিত খবরটি সকাল ১১টার মধ্যেই সর্বোচ্চ পঠিত।