বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মন্তব্য করলেন ধনকুবের আল-ফায়েদ

স্কটিশ বাংলাদেশী
Published : 28 May 2012, 03:37 AM
Updated : 28 May 2012, 03:37 AM

বিখ্যাত ধনকুবের মোহাম্মদ আল ফায়েদ স্কটিশ সরকারের এক পরিকল্পনার সমালোচনা করতে গিয়ে খারাপের উদাহরন টানতে গিয়ে বাংলাদেশকে ব্যাবহার করলেন। স্কটল্যান্ডের হাইল্যান্ডের নিকটবর্তী ইস্টার রস নামক স্থানে ৪৩ মিলিয়ন পাউন্ড ব্যায়ে ২০১০ সালে স্কটিশ সরকার একটি পরিবেশ বান্ধব গ্রিন এনার্জি প্লান্ট নির্মানের অনুমোদন দেয়। হাইল্যান্ড কাউন্সিল কতৃক এ প্লান্ট নির্মানের লক্ষ্যে বিভিন্ন সংস্থার সাথে বর্তমানে মতবিনিময় চলছে। প্রস্তাবিত নির্মান সাইটের পাশেই রয়েছে মিলিওনার আল-ফায়েদের বিশাল ভু-সম্পত্তি। সম্প্রতি প্লান্ট নির্মানের বিরুদ্ধে স্কটিশ ফার্স্ট মিনিষ্টারকে লিখা এক চিঠিতে উদাহরন হিসাবে বাংলাদেশকে টেনে আনেন হ্যারল্ডের সাবেক বস। উদাহরন দিতে গিয়ে তিনি বলেন – " এটা স্কটল্যান্ড, বাংলাদেশের মত এটা ময়লা ও আবর্জনার স্তুপ নয় "। আল-ফায়েদের উক্তি মতে, বাংলাদেশ একটি আবর্জনার স্তুপ যেখানে ময়লা কুড়িয়ে অনেক শিশু জীবিকা নির্বাহ করে।

স্কটল্যান্ডের বিভিন্ন পত্র পত্রিকায় মোহাম্মদ আল-ফায়েদের উক্তিকে কোটেশন করে হেডলাইনে সংবাদ ছাপা হয়েছে : | "treat Scotland like a rubbish dump" blasting — "it's not BANGLADESH" বাংলাদেশ সম্পর্কে মোহাম্মদ আল ফায়েদের এমনি বাজে মন্তব্য করায় স্থানীয় বাংলাদেশিরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। লিখিত ভাবে এর প্রতিবাদ জানানোর প্রস্তুতি নিচ্ছেন কেউ কেউ।