প্রিয় ব্লগার সাইফ ভূঁইয়ার মৃত্যু কীভাবে মেনে নেব?

এম. মিজানুর রহমান সোহেল
Published : 15 July 2012, 04:49 AM
Updated : 15 July 2012, 04:49 AM

বাংলা ব্লগ পাড়ায় আলোড়ন সৃষ্টি কারী সৌদিআরব প্রবাসী ব্লগার সাইফ ভূঁইয়ার মৃত্যুর খবর জানতে পারলাম তার মৃত্যুর তিনদিন পর| আমি যে কত বড় হতভাগা তা এখন উপলব্ধি করতে পারছি| প্রিয় মানুষ বিয়োগ হয়ে যায় তার খবরও নিতে পারি না| খুব প্রিয় সাইফ ভুঁইয়া| আগে যখন ব্লগ পাড়ায় সারাক্ষণ পরে থাকতাম, তখন সবার খবর নিতে পারতাম| যুগান্তর পত্রিকায় জয়েন করার পর থেকে এতো বেশি ব্যাস্ত থাকি যে সাপ্তাহে এক/দুই দিনের বেশি ব্লগে ঢু মারা হয় না| একটু আগে (রাত ২.৫০ মিনিট) আমার প্রয়োজনীয় এসাইনমেন্টের কাজে দৈনিক প্রথম আলো অনলাইন ভার্সনের আইটি পাতায় কৌতূহল বশত ব্লগের একটি ছোট খবর পরছিলাম| ওই খবরের একাংশে পড়লাম আমাদের খুব প্রিয় ব্লগার সাইফ ভুঁইয়া আর নেই| খবরটি পড়ে বিশ্বাস করতে পারছিলাম না| কিছুক্ষণ ঝিম মেরে বসে ছিলাম| নিজের অজান্তেই দেখি আমার চোখের কনে জল চলে এসেছে| কিছুক্ষণ পর গুগলে তাকে নিয়ে খোঁজ খবর নিলাম| নাহ, তেমন কেউ তার সম্পর্কে কিছুই লেখেননি দেখে অনেক বেশি অবাক হলাম! এমন একজন ভালো ব্লগারের ব্যাপারে আমাদের ব্লগারদের কোন রকম মাথা ব্যাথা নেই, নেই স্মৃতিচারণ মূলক কোন লেখাও?? কেউ কিছু বলুক বা না বলুক প্রিয় সাইফ ভুঁইয়ার আত্মার মাগফিরাত কমনা করছি| অস্থির মনে তাকে ভিশন মিস করছি|

একটি স্মৃতি খুব মনে পড়ছে: আমার একটি ছেলে আছে নাম তার সাইফ, বয়স আড়াই বছর| একদিন ব্লগে সাইফ ভুঁইয়াকে বলেছিলাম আপনার নামটি আমার অনেক পছন্দ কারণ আমার ছেলের নাম আপনার নামে| তিনি খুব খুশি হয়েছিলেন| তিনি আমার অধিকাংশ লেখাতেই মন্তব্য করতেন| কোন কারণে আমার লেখা পড়তে না পারলে খুব আফসোস করে মন্তব্য করতেন এবং সময় করে আমার সব লেখাই তিনি পরতেন| বিশেষ করে প্রথম আলো ব্লগে তার সাথে আমার বেশি কথা হতো| সেখানে তখন আমার অধিকাংশ লেখাই তথ্য নির্ভর থাকতো বলে মডারেটর "স্টিকি" করতেন| আমার ওইসব তথ্যপূর্ণ লেখার জন্য তার ব্যক্তিগত এক জরীপে তার প্রিয় ব্লগারদের অনেক নাম দিয়েছিলেন| সে তালিকায় আমার নামও ছিল| আমার নাম দিয়েছিলো "ব্লগ উইপোকা"| আজ তিনি নেই কিন্তু তার দেওয়া নামটি আমাকে এই মূহুর্তে ভিশন ভিশন কষ্ট দিচ্ছে| আমি চোখে জল আটকিয়ে রাখতে পারছিনা বলে কিছু লিখতে পারছি না| আমাকে মাফ করবেন প্লিজ|

আপডেট

তার কয়েকটি ব্লগের লিঙ্ক :