বাজারে এলো ‘ফ্রাইডে ঢাকা টাইমস’-এর প্রথম সংখ্যা

এম. মিজানুর রহমান সোহেল
Published : 1 Sept 2011, 07:36 AM
Updated : 1 Sept 2011, 07:36 AM

এ গ্রহে যে সব পত্রিকা পৃথিবী কাঁপিয়ে নিজের অবস্থান অটুট রেখেছে তার অধিকাংশেরই নাম 'টাইমস' শব্দ দিয়ে | অনেক প্রতিক্ষার পর এবার আমাদের জন্মভূমি বাংলাদেশ থেকে 'টাইমস' পত্রিকা বের হচ্ছে | পুরো নাম 'ফ্রাইডে ঢাকা টাইমস' | পত্রিকাটিকে সুপারহিট করতে 'প্রয়াত ১০০ শ্রেষ্ঠ বাংলাদেশি' তৈরির কাজ চলছে এবং পরবর্তিতে শ্রেষ্ঠ ১০০ অনেক কিছুরই তালিকা প্রকাশ করবে 'ফ্রাইডে ঢাকা টাইমস' | এক্ষেত্রে সহযোগিতা করার জন্য ফ্রাইডে ঢাকা টাইমস-এর সাথে আছেন পাঠকসহ বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানেরা | পত্রিকার মান বৃদ্ধির জন্য পাঠকের মতামত সর্বাগ্রে গুরত্বের সাথে গ্রহণ এবং লেখক সম্মানী দেবে পত্রিকা কর্তিপক্ষ | সকল প্রস্তুতি নিয়ে চলতি মাসে শুরুর সংখ্যাটি বাজারে চলে এসেছে | পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পালন করছেন এম. মিজানুর রহমান সোহেল আর নির্বাহী সম্পাদকের দায়িত্বে আছেন মিরাজ রহমান | প্রথম সংখ্যার প্রচ্ছদ করা হয়েছে জামায়াতে ইসলামের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাদের উদ্দেশ্য এবং বর্তমান তাদের অপকর্ম নিয়ে লেখা মঞ্জুরুল হক এর প্রতিবেদন 'এই জামায়াত-ই কি সেই জমায়েত?' দ্বিতীয় প্রচ্ছদ প্রতিবেদন 'খাকি পোশাকধারী ঐ লোকগুলোর হে বঙ্গ জননী রেখেছ পুলিশ করে মানুষ করনি!' লিখেছেন সম্পাদক এম. মিজানুর রহমান সোহেল | ৬৮ পেজের বর্তমান সংখ্যাতে স্থান পেয়েছে আবদুল গফফার চৌধুরীর লেখা 'মুক্ত সাংবাদিকতা ও সংবাদপত্র' আবদুল হাই শিকদারের 'নজরুলের শিক্ষাদর্শন' মিরাজ রহমানের 'তত্ত্বাবধায়ক সরকার চাই, কেন চাই না' রেহানা রহমান রেনুর 'গত মাসের নতুন' হাসানুল কাদিরের 'অস্তিত্ব সংকটে জঙ্গিরা' তারিক আজিজের 'ই-ভোটিং: নির্বাচনী প্রক্রিয়ার নতুন রাজনীতিকরণ' মোমিন মেহেদীর 'রাজনীতির বাতিঘর ছাত্রলীগের রাত্কাহন' মো : আরিফুল ইসলামের 'নিউজ অব দ্য ওয়ার্ল্ড : ১৬৮ বছরের পুরানো পত্রিকার হত্যা রহস্য' জুনায়েদ আলি খানের 'পশ্চিমাদের যুদ্ধ যুদ্ধ খেলা এবং লিবিয়া সমাচার' ইমদাদুল হক তৈয়বের 'মাদক : আছে আইন, নেই প্রয়োগ' নুরুল্লাহ মাহদির 'বাংলাদেশের চা : সম্ভাবনাময়' মামুন রহমানের 'নারীর বস্ত্রহরণ কিংবা বস্ত্র বিসর্জনকেন্দ্রিক নোংরা রাজনীতি আর কত দিন ?' পরাগ মাহমুদের 'ওপেন সোর্স : সেরা সফটওয়ার' তাহমিনা রহমান মুননির 'ঈদ ম্যাগাজিনগুলোতে এখন আর ঈদ থাকে না' সুমাইয়া রহমান সিমার 'ঈদের দিনের রান্নাটা একটু স্পেশাল হওয়া চাই' তারিক সিদ্দিকীর 'যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা' এবং মাসউদুল কাদিরের ধারাবাহিক উপন্যাস বিন লাদেনের শেষ মৃত্যু নিয়ে রচিত কল্পকাহিনী 'খান্ডবদাহন' | এছাড়া সম্পাদকীয়, শুভ-উদ্যোগ, সামনাসামনি কথা, বিশেষ প্রতিবেদন, এনজিও, আমার কলেজ, প্রযুক্তি, সফটওয়্যার হাউজ, পেশা, টিপস, স্বাস্থ্য, কবিতাসহ আরো নিত্য-নতুন বিভাগ নিয়ে সাজানো হয়েছে পত্রিকাটি |

'ফ্রাইডে ঢাকা টাইমস'-এ যে কেউ লিখতে পারেন এবং প্রত্যেকটি লেখার জন্য লেখক সম্মানী দেওয়া হয় | প্রবাস এবং বাংলাদেশের প্রত্যেক জেলা ও ইউনিভার্সিটি প্রতিনিধি নিয়োগ করা হবে | সিভি, ছবি ও লেখা পাঠাতেন পারেন সম্পাদক বরাবর- সম্পাদক ফ্রাইডে ঢাকা টাইমস, গুলফেশা প্লাজা (১৩ তালা), রুম ১২, ৮ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মগবাজার, ঢাকা-১২১৭. অথবা ই-মেইল করতে পারেব- fridaydhakatimes@gmail.com এবং যেকোনো প্রয়োজনে সম্পাদকের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন- ০১৯১৭-৩০০৩৮৫, ০১৬১৭-৩০০৩৮৫, ০১৮১৭-৩০০৩৮৫ |