নারীরা কেন বেকার খেতাব পায়না ???

মহিবুল ইসলাম নাসিফ
Published : 7 June 2011, 08:46 AM
Updated : 7 June 2011, 08:46 AM

আপনি কি কখনো শুনেছেন, একজন নারীকে বেকার বলা হচ্ছে???

বেকারত্ব বলতে আমরা শিক্ষিত পুরুষের বেকারত্বকেই বুঝি। একজন নারী শিক্ষিতা হলেও রাষ্ট্রীয় বা সামাজিক ব্যবস্থায় কখনো বেকার হয় না। বরং সম্মানের সাথে বিবাহযোগ্য হয়ে একজন মোটা মাইনের বা গাড়িবাড়িওয়ালা পাত্রের সন্ধানে থাকেন এবং বেকার পুরুষকে বিয়ে করবেন না বলে পণ করেন। অন্যদিকে একজন পুরুষ শিক্ষিত এবং উচ্চতর ডিগ্রীধারী হয়েও কোন চাকরী জুটাতে না পারলে বা কোনভাবে অর্থসম্পদের মালিক হতে না পারলে তার ভাগ্যে জুটে সীমাহীন অবহেলা আর বঞ্চনা।

আজ কাল বাসগুলোতে দেখতে পাই মহিলাদের জন্য আলাদা বসার জায়গা রাখা হচ্ছে, কারন মহিলাদের সম অধিকার প্রতিষ্ঠা করতে হবে,

সম অধিকার প্রতিষ্ঠা করত যদি বাসে আলাদা সিট রাখতে হয়, তবে সম অধিকার প্রতিষ্ঠার জন্য মহিলাদের উচিত নিজেদের বেকার দাবি করা.।

নারীর ক্ষমতায়নের যুগে এই বৈষম্য কেন?

-:Mohibul islum nasif
B.pharm
N.S.T.U.