মোড়ক উন্মোচিত হলো সালেক খোকনের ‘সাংস্কৃতিক বৈচি‍ত্র্যে আদিবাসী’

অনিন্দ্য মহসীন
Published : 3 Feb 2012, 05:21 AM
Updated : 3 Feb 2012, 05:21 AM

২রা ফেব্রুয়ারী বিকেল ৫.৩০মিনিট। ঠান্ডা বাতাস বইছে। তারপরও একুশে বইমেলার ২য় দিন লোক সমাগম ক্রমেই বাড়ছে। বাংলা একাডেমীর নজরুল মঞ্চের সামনে বটতলায় লেখক ও পাঠকদের ভিড়। কারণ এখানে বিভিন্ন লেখকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হচ্ছে। যথারীতি সময় অনুযায়ী বটতলায় উপস্থিত হলেন আঈন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এডভোকেট সুলতানা কামাল,সাপ্তাহিক কাগজ এর সম্পাদক জব্বার হোসেন এবং লেখক সালেক খোকন।

এডভোকেট সুলতানা কামাল তার সংক্ষিপ্ত বক্তব্যে লেখককে আদিবাসীদের কৃষ্টি ও কালচার নিয়ে আরো বেশী বেশী লেখার অনুপ্রেরণা দেন। সাপ্তাহিক কাগজের সম্পাদক জব্বার হোসেন লেখকের সাফল্য কামনা করেন। বক্তব্য শেষ হওয়ার পরপরই 'সাংস্কৃতিক বৈচি‍ত্র্যে আদিবাসী' বইটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচনের পরপরই সবাইকে মিষ্টি মুখ করিয়ে লেখক সালেক খোকন পাঠকদের বইটি পড়ার আহবান জানান।

পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জায়েদ জুলফিকার।

বইমেলায় ইত্যাদী গ্রন্থ প্রকাশের স্টলে বইটি পাওয়া যাবে।