কানাডিয়ান ইমিগ্রেশনের সঠিক ও সুন্দর সেমিনার

অনিন্দ্য মহসীন
Published : 24 March 2012, 07:05 PM
Updated : 24 March 2012, 07:05 PM

আমাজন হলিডে ট্রাভেল সার্ভিস এর আয়োজনে ২৪শে মার্চ শনিবার ঢাকার ক্লাব আমাজন এ অনুষ্ঠিত হয়ে গেল একটি সেমিনার। কানাডিয়ান প্রতিষ্ঠান স্যান্টাল ডেজলস প্রফেশনাল কর্পোরেশন কানাডিয়ান ইমিগ্রেশনের উপর বিস্তারিত আলোচনা তুলে ধরেন। উপস্থিত দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কানাডিয়ান ইমিগ্রেশনের জন্য প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন তারা। সেই সাথে ১০০% গ্যারান্টি নামক নানা লোভনীয় বিজ্ঞাপনে আকৃষ্ট হওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানান। কানাডিয়ান আইনজীবি স্যান্টাল ডেজলজেস আরো বলেন- "১০০% গ্যারান্টি কেউ দিতে পারবে না,আমরা শুধু সঠিক ভাবে আবেদনের সহায়তা করতে পারবো। ভিসা দেয়ার ক্ষমতা শুধু কানা‍ডিয়ান সরকারের। কোন প্রতিষ্ঠান যদি ভিসার গ্যারান্টি দেয় তাহলে মনে করবেন এটা মিথ্যা প্রলোভন। ভিসার নিশ্চয়তা কেউ দিতে পারবে না।"

প্রতিদিন বিভিন্ন পত্রিকায় নানা লোভনীয় বিজ্ঞাপন আমরা দেখি। বেশীরভাগ সময় বিভ্রান্তিতে পরতে হয় যে কোনটা আসলে ভালো, বা সঠিক নিয়ম বা প্রসেসিং কি? আজকের এই সেমিনারে বোঝা গেল আসলে কানাডায় ইমিগ্রেশনের জন্য করণীয় কি বা কি কি লাগে। বিজ্ঞাপন দেখে মনে হয় খুব সহজ এবং এজেন্সী গুলো মনে হয় ভিসা নিয়েই বসে আছে। আসলে আজকে স্যান্টাল ডেসলজেস, আমি সহ উপস্থিত সবাইকে পরিস্কার ধারনা দিয়ে দেন যে ইমিগ্রেশন ভিসার সঠিক নিয়ম কি!