দুর্ঘটনা ঘটলেই ঐ মুহূর্তের আইনের প্রশাসক বদলই কি সমাধান?

মজিবর রহমান
Published : 2 Oct 2012, 05:48 PM
Updated : 2 Oct 2012, 05:48 PM

আমরা প্রায় কোথাও কোনও জায়গায় কোনও ঘটনা ঘটলে সরকার কর্তৃপক্ষ সেখানকার ওসি বা অনন্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত বা বদলি করে জনতার মুভমেন্ট বা শৃংখলা ফিরিয়ে আনার চেষ্টা করে এটা আদৌও ঠিক? আমার মনে হয় সরকার ঠিক করে না। বরঞ্চ সরকারের উচিত ঐ কর্মকর্তাকে ঘোড়া দাবড়ানোর মত দাবড়িয়ে মূল ঘটনা কে ঘটিয়েছে তাহা বাহির করা। কারণ ঐ মুহূর্তে কারা ঘটনা ঘটিয়েছে তাহা তারাই ভাল জানে। শুধু তাই নয় ঐ সময় কারা এলাকায় ছিল তারা সব জানে। এগুলো পুলিশের নিকট থেকেই সোনা কথা। আর আসল দোষীদের চিহ্নিত করতে পরের কর্তারা আর পারেন। কারণ পূর্বের বহিষ্কার বা বদলি হওয়া কর্মকর্তারা অনেক তথ্য মুঝে ফেলে।