ঈদের ছুটি পাঁচ দিন করা হোক

মজিবর রহমান
Published : 4 Oct 2012, 10:10 AM
Updated : 4 Oct 2012, 10:10 AM

কোরবানির ঈদের ছুটি ৫ দিন করা হক। বিগত কোরবানির ঈদের আগে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ঈদের ছুটি ৫ দিন করার প্রস্তাব করেছিলেন কিন্তু অর্থমন্ত্রীর অজুহাত কর্মদিন কমে গেলে দেশের উন্নতি হবে না। বছরে ৫২ দিন কমাতে পারলেন আর ২ দিন কমলে মহাভারত অশুদ্ধ হবে।

আবার পুলিশ মহাপরিদর্শক ঈদের ছুটি ৫ দিন করার প্রস্তাব দিয়েছেন তা যেন করা হয়। কারণ ঈদের ছুটি ৩ দিন যে একদিন আস্তে একদিন শুধু ঈদের দিন বাড়িতে অবস্থান কী করব। ঈদের ছুটি অবশ্যই ৫ দিন করুন। সুবিধা সমূহ:

০১। ছুটিতে যাতায়াত কোনও সমস্যার অনেক অনেক অসুবিধা দূর হবে।
০২। পরিবহন সমস্যা কম হবে।
০৩। সকল মানুষ ধীরে সুসথে ঈদ উত্সব করে যাতায়াত করতে পারবে ।
০৪। পরিবহন ব্যবসায়ী ইচ্ছামত ভাড়া বাড়াতে পারবেনা।
০৫। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন সহজ ও অবহেলা কমবে কারণ তারাও অনেক অনেক কোস্ট করে সেবা দেয়। কিন্তু ডিউটি দেওয়ার মত পর্যাপ্ত বাহন তাদের থাকেনা এবং তাদের জনবল সংকট থাকে।
০৬। একদিন পড়ে বা একদিন পূর্বে আসলে পরিবহন সমস্যা লাঘব হবে।

সর্বোপরি ঈদের ছুটি ৫ দিন করা সবচেয়ে উত্তম পন্থা। তাই চাই সরকারের উচিত জনগণের সকল সুবিধা ও চলা চলে নিরাপত্তা নিশ্চিত করাই প্রধান লক্ষ যদি হয় তবে ৫ দিন ছুটি হওয়া বাঞ্ছনীয়।