গ্যাস দেশের গাড়ির জন্য মুখ্য না, মানুষের বেঁচে থাকার জন্য গ্যাস সরবরাহ মুখ্য

মজিবর রহমান
Published : 2 Jan 2013, 06:26 AM
Updated : 2 Jan 2013, 06:26 AM

নগর বাসীর রান্নার একমাত্র জ্বালানী গ্যাস। গ্যাস নাই ধোয়া তুলে সরকার অতি বাড়াবাড়ি করছে জনতার সাথে। গ্যাসের জন্য নগরবাসী দিনের পর দিন অসহনীয় কষ্ট ও দুর্ভোগে ভুগছে। গ্যাস দেশের গাড়ির জন্য মুখ্য না মানুষের বেঁচে থাকার জন্য গ্যাস সরবরাহ মুখ্য। মানুষ খেয়ে বাঁচবে তারপর না গাড়িতে ভ্রমণ করবে। খাবার রান্নার গ্যাস না দিয়ে সরকার জনগণের সাথে বেইমানী করছে।

যেভাবে নগরে গ্যাস সরবরাহ হচ্ছে। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় গ্যাস অতি নগণ্য সরবরাহ হচ্ছে। দিনে বা রাত্রে গ্যাস থাকে না বললেই চলে। গ্যাস সরবরাহের বড় বড় সমস্যা হচ্ছে:-

01। অনিয়মিত রান্নার অভাবে ছেলে – মেয়েদের সঠিক সময়ে স্কুলগামী হতে পারছেনা।
02। সংসারে খাবার নিয়ে ঝগড়া – বিবাদ লেগেই আছে।
03। শিশুদের নিয়মত খাওয়ানো অত্যন্ত সমস্যা। যার ফলে শিশু ও বিভিন্ন শ্রেণীর মানুষের খাবারের অভাবে বিভিন্ন রোগ ও অসুখে ভুগছে।
04। রাত্রের ঘুম ও দিনের বিশ্রাম হারাম করে অসুস্থ হচ্ছে।

সর্বোপরি সরকারকে বলতে চাই আর যায় করুন না কেন ভাত, তরকারী ও অন্যান্য খাবার রান্নার জন্য অতি দ্রুত গ্যাস সরবরাহ করুন।