ওগো দয়াময়, মা ঘৃণা কর, শাসন কর, শাস্তি দাও, ফিরিয়ে আনো তোমার একাত্তর

মজিবর রহমান
Published : 25 Jan 2013, 05:44 PM
Updated : 25 Jan 2013, 05:44 PM

কোনও অনুরোধ করে, কোনও আদেশ করে, কোনও বিনয়ে এদেশের মানুষের নৈতিকতা ফিরে আসবে না। এদেশের দোষীদের, চরিত্রহীনদের, বজ্জাতদের, সন্ত্রাসীদের, দুর্নীতিবাজদের, ঘুষখোরদের, অন্যায়ের জানোয়ারদের কোনও সুযোগ নয় সরাসরি শমসের দিয়ে বা প্রত্যক্ষ জনসন্মুখে বেয়নট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারতে হবে যাতে আর কেহ শাস্তির পরিণাম পরখ করে হীনকাজ করার সাহস হারিয়ে ফেলে।

মা একাত্তরে মায়া ত্যাগ করে, আদর ভুলে দেশের কথায সায় দিয়ে বুকের ধনেরে দিয়েছ দেশের জন্যে, আজ কেনে সে শাসন, সে আদেশ ভুলে অন্যায়ের কাজে সন্তানেরে পাঠাচ্ছ। আজ কেনে ছেলের ভবিষ্যত ভেবে অন্যায়ে প্রলুব্ধ করছো!

মা তোমাদের একাজ হলে সন্তানেরা আরও কুপথে যাবে। মা ফিরিয়ে আন তোমার ডান্ডা, ডান্ডা মেরে তোমার সন্তানেরে আনো সুপথে ।
মা অন্যায়ে ঠুঁটি চেপে ধরে তোমার সন্তানকে কঠোর হতে কঠোরতর শাসন করে তোমার ন্যায়ের ভার এমন কর যেন সবাই তোমার চরণে আশ্রয় নেয়।

প্রিয় কবি নজরুল ইসলামের
রকতামবরধারণী মা
টুঁটি টিপে অত্যাচারে মা,
গল-হার হোক নীল ফাঁসি,
নয়নে তোমার ধূমকেতু-জ্বালা
উঠুক সরষে উদ্ভাসি।
মেখলা ছিড়িয়া চাবুক কর মা,
সে চাবুক কর নভ-তরিত,
জালিমের বুক বেয়ে খুন ঝ'রে
লালে লাল হোক শ্বেত হরিত।

মা তুমি ছাড়া নাই গতি তাই নিও বার বার ঠায় তোমার পায়ের নিচে। উদ্ধার কর মা, তুমি জাগলে তোমার ছেলেরা আবার তোমার আদেশে জেগে উঠে সব অন্যায়, অত্যাচার, সকল বাধা উপলে ফেলে সুশাসন প্রতিষ্ঠা পাবেই পাবে।