ডেভেলপমেন্ট কোম্পানিগুলোর সড়ক সংস্কার অব্যবস্থাপনায় বাড়ছে জনদুর্ভোগ

মজিবর রহমান
Published : 1 Sept 2014, 09:40 AM
Updated : 1 Sept 2014, 09:40 AM

একটি বিশ্বাস ছিল সেনাবাহিনী জনকল্যাণ মূলক কাজ করে এবং সাধারণ মানুষের চলার পথে বাধা সৃষ্টি করে না। কিন্তু তা আর মেনে নিতে পারছি না।

বাংলাদেশের ডেভেলপমেন্ট কোম্পানিগুলো রাস্তায় ইট, বালি, রড, মিক্সার মেশিন রেখে রাস্তার ক্ষতি তো করেই, মানুষের চলাচলের ব্যাপক সমস্যার সৃষ্টি করে। এ গুলো দেখার কেউ নেই। ঢাকার মহাখালি ব্রিজের নিকট সেনাকল্যান সংস্থার চলমান কাজেরও একই নমুনা। এমন কি পানি নিষ্কাশন পথও বন্ধ হয়ে পড়ে রাস্তার। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে মানুষের ও গাড়ীর চলার পথে বাধা সৃষ্টি করে।

নিম্নে  রাস্তার প্রতিবন্ধকতার অনেকগুলো চিত্র দেয়া হল।

মহাখালির ওভারব্রিজের নিচে মিক্সার মেশিন ও বালি স্তুপের কারণেও  সাধারন মানুষের চলাচলের পথ কষ্টকর হয়ে উঠছে।


রাস্তার বা ফুটপাতের পাশে পানি নিষ্কাশনের নালা এবং ড্রেনের পথ বন্ধ হচ্ছে।
ফলে রাস্তায় অল্প বৃষ্টি হলেই জল জমা হয়ে চলাচল খুব কষ্টকর হচ্ছে।

পানি জমে আছে রাস্তায়।


রাস্তার উপর বালির স্তুপ ।এর উপর দিয়েই মানুষকে চলাচল করতে হয়।


উচ্ছেদ অভিযানে  গরিব মানুষের দোকানের  ভাঙ্গা টুল, টেবিল আসবাবপত্র রাস্তার পাশে পড়ে আছে।
কিন্তু রড বালি রাখার জন্য কোন ব্যবস্থা নেয়া হয়েছে কি?  মানুষ কত অসহায় তা দেখা যায়।

এইখানে বালির বস্তা ও ময়লা ফেলে পানি নিষ্কাশনের পথ বন্ধ করা হয়েছে। যার পরিনাম জলাবদ্ধতা।

শক্তি যার, দেশ তার, জায়গা তার, বসত তার। দেশ আছে শাসন নাই, নীতিবাক্য বলার মানুষ আছে, বাস্তবায়নের ইচ্ছা নাই।