আমাদের স্বপ্ন, স্বপ্নপুর স্কুলে শীতের বস্ত্র বিতরণ ও বিনোদন

মজিবর রহমান
Published : 24 Dec 2016, 06:43 PM
Updated : 24 Dec 2016, 06:43 PM

সুবিধা বঞ্চিত শিশুদের আনন্দ বিনোদনের জন্য যে স্কুল সেই স্কুলের বাচ্চাদের আনন্দ বিনোদনের জন্য আমরা গতকাল ২৩শে ডিসেম্বর ২০১৬ তারিখে স্কুল প্রাঙ্গণে পাপেট খেলা ও ঐসব শিশুদের মাঝে শীতের পোশাক বিতরণের এক আয়োজন করেছিলাম। তাতে স্কুলের স্বপ্নদ্রষ্টা এই ব্লগের ব্লগার আমার সোশ্যাল ওয়ার্কিং এর প্রেরণা নীলকন্ঠ জয়। আর এই স্কুলের, এই আয়োজনের নেপথ্য অনুপ্রেরণা আমাদের স্কুলের অন্যতম ডোনার এবং অভিভাবক, জনপ্রিয় কবি নুরুন্নাহার শিরীন আপু।

এই স্কুলের সঙ্গে সুনিবিড়ভাবে যারা জড়িত তাঁরা হলেন-  বন্ধুব্লগের পরিচালক এবং সুলেখক কবি রুদ্র আমিন,  জুলফিকার জুবায়ের ভাই, তানিম ভাই, মনির হোসেন মমিসহ অনেকে। তাদের সকলের মঙ্গল কামনা করি।

এই আয়োজন সর্বাত্মকভাবে কাজ করেছে এই ব্লগের ব্লগার বাংলার ভুত (মিঠু) আর পাপেট পরিচালনা করেছেন মিঠুর বন্ধুদল শাহরিয়ার শাওন নতুনভাবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ডাক্তার সাবিনা আপু (ইন্টারনিরত)।

পাপেট শো'র প্রস্তুতি পূর্ব মুহুর্তে স্কুলের ছাত্র-ছাত্রীরা বসে আছে।

পাপেট প্রদর্শনীর স্টেজ।

পাপেট প্রদশনীর দৃশ্য।

পাপেট দলের দ্বারা স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন উপকরণ দ্বারা তৈরিকৃত পাপেট প্রদর্শন দেখাচ্ছে এবং পাপেট খেলা শেষ।

স্কুলের ছেলেমেয়েদের মাঝে কেনা শো রুম থেকে সোয়েটার।

বাচ্চাদের মাঝে চকলেট বিতরণ: এতে মুখের বিভিন্ন ভঙ্গিমা বলে ছেলেদের উচ্ছাস আনন্দ কত!

সোয়েটার বিতরণ মুহূর্তে জুলফিকার জুবায়ের ভাই, মিঠু, হেডমাস্টার  ও মিঠুর সহকর্মী।

বিশেষ মুহূর্তে আমাদের কয়েকজন।

সকল কর্ম শেষে জুলফিকার ভাইয়ের শেষ ভাষণ।

দেশের কিছু সংখ্যক সুবিধাবঞ্চিত ছেলেমেয়েদের মাঝে আনন্দ বিনোদন দিয়ে নিজেরাই আনন্দিত। সকল মানুষ ভাল থাকুক। সকল সৃষ্টি ভাল হোক এই কামনা করি।