তালাকের পর যৌতুক নাকি যৌতুকের পর তালাক

মোঃ মোমিনুল ইসলাম
Published : 16 Nov 2011, 02:37 AM
Updated : 16 Nov 2011, 02:37 AM

সাবাস ফারজারা সাবাস ।গত ১১/১১/১১ তারিখ ছিল ফারজানা এবং হীরণের বিয়ের দিন। সামাজিক নিয়মরীতি মেনে তাদের বিয়ে হয়। এবার পালা নব বধু নিয়ে বাড়ী ফেরার পালা কনের বাবা তার আদরে মেয়েকে বরে হাতে তুলে দিবে ঠিক এ সময় বরের ফুফু যৌতুক হিসেবে চায় মোটর সাইকেল, টিভি, ফ্রিজ। অথচ বিয়ে ঠিক করার সময় কোন যৌতুক দাবী করেনি বর পক্ষ। বর কনে এবং ফুফু তিন জনই শিক্ষিত এবং প্রতিষ্ঠিত। বর পক্ষ যদি যৌতুক লোভী হত তাহলে বিয়ের আগে যৌতুক দাবী করতে পারত মটর সাইকেল, টিভি, ফ্রিজের জন্য বিয়ের দিন পর্যন্ত অপেক্ষা করতোনা। ফারজানা বলছে যৌতুক দাবী করাতে তিনি হীরনকে তালাক দেয় আর হীরন বলছে বিয়ের শাড়ী গহনা পছন্দ হয়নি এতে রেগে গিয়ে ফারজানা হীরনকে তালাক দেয়। যদি হীরনের ফুফু এবং তার পরিবারের পক্ষ থেকে যৌতুক দাবী করাতে ফারজানা হীরনকে তালাক দেয় তাহলে ফারজানার এ সিদ্ধান্তকে আমি ধন্যবাদ জানাই। তবে সেদিন বিয়ের আসরে কি হয়েছিল তা ক্লীয়ার নয় । তালাকের পর যৌতুক নাকি যৌতুকের পর তালাক প্রশ্ন রইল পাঠকের কাছে।