সমাজ ধর্ম এবং ভালবাসা

মোঃ মোমিনুল ইসলাম
Published : 22 Nov 2011, 07:46 PM
Updated : 22 Nov 2011, 07:46 PM

একটি ছেলে এবং একটি মেয়ে দুইজন দুইজনকে প্রচন্ড ভালবাসে। এক দিন তাদের মধ্যে কথা না হলে থাকতে পারেনা কেউও। এক সময় তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং তখনই তারা বুঝতে পার তারা যা করতে যাচ্ছে তা ঠিক নয় কারন তারা দুই জন দুই ধর্মের ছেলেটি মুসলমান আর মেয়েটি হিন্দু। আজ তাদের ভালবাসা বন্দি ধর্মের খাচায় । আমরা সবাই ধর্মের জালে জড়িয়েছি। আমি মুসলমানের ঘরে জন্ম গ্রহন করেছি তাই আমি মুসলমান। আর হিন্দু সেই যে হিন্দুর ঘরে জন্ম নিয়েছে তাই এখানে দেশ সমাজ আমাকে হিন্দু বা মুসলমান বানায়নি। অথচ আমরা দেশ ও সমাজের জালেও বন্দি । সমাজ বন্দি টাকার কাছে যার অর্থ ও পেশী শক্তির জোর আছে তার কাছে সমাজ সামাজিকতা বলতে কিছুই নেই এমন কি ধর্মও তার কাছে কোন বাধা নয়। আল্লাহর সৃষ্টির সর্ব শ্রেষ্ঠ হল মানুষ । সেই মানুষ আাজ ধর্মের শিকার । আজ দুই জন দুই ধর্মের কারনে তাদের ভালবাসর কোন মূল্য নেই সমাজ এবং পরিবারের কাছে । তাদের বিয়েকে মেনে নিবে না সমাজ এমনকি দুই পরিবার তাহলে তারা এখন কি করবে তা তারা জানেনা শুধু জানে একে অপরকে ছাড়া বাচঁবেনা মৃত্যুই তাদের এক মাত্র পথ হয়তো তারা তাই করবে । কিন্তু সমাজ পরিবার কি পারেনা দুইটি জীবনকে বাঁচাতে । যদি সমাজ বা পরিবার দুইটি জীবনকে বাঁচাতে না পারে তাহলে দরকার নাই এ সমাজ, পরিবারও ধর্মের। আমরা চাইলে বাঁচাতে পারি দুইটি জীবন। আসুন আমরা সবই সমাজ পরিবার নয় মানুষকে ভালবাসি সে যে ধর্মের হোক না কেন আমরা মানুষ মানুষকে ভালবাসবো। মানুষকে ভালবাসলেই কেবল আমরা সমাজ এবং পরিবারকে সুন্দর করে গড়ে তুলতে পারবো ।