হরতাল বন্ধ করুন, জনগনকে ভালবাসুন

মোঃ মোমিনুল ইসলাম
Published : 4 Dec 2011, 02:18 PM
Updated : 4 Dec 2011, 02:18 PM

হরতাল একটি গনতান্ত্রিক অধিকার। আজ হরতাল আওয়মীলীগ বিএনপির আধিকার । পাঁচ মিনিটে ৪০০ বছরে ঢাকা ভাগ হল এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আধিকার। প্রধানমন্ত্রী বললেন টাকা থাকলে ঢাকাকে চার ভাগ করতেন।যদি ঢাকা ভাগ করতে টাকা লাগে তাহলে ঢাকা ভাগ করলেন কেন। টাকাতো আর প্রধানমন্ত্রীর না টাকা আমাদের জনগনের জনগনের টাকায় ঢাকা ভাগ না করে জনকল্যাণে ব্যবহার করলে প্রধানমন্ত্রীর কি কোন ক্ষতি হত। আজ শেখ হাসিনা ক্ষমতায় আছে ঢাকা দুই ভাগ করলেন নাম দিলেন ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ । যখন খালেদা জিয়া ক্ষমতায় যাবে তখন ঢাকাকে আরও দুই ভাগ করবেন নাম দিবেন ঢাকা পূর্ব এবং ঢাকা পশ্চিম। আজ ঢাকাকে দুই ভাগ করার কারনে বিএনপি হরতাল ডেকেছে আবার বিএনপি যখন আরও দুই ভাগ বা এক করবে তখন আওয়ামীলীগ হরতাল করবে লাভ হল কি।রাজনীতিবিদদের খাম-খেয়ালীর জন্য আমরা জনগন কেন এত কষ্ট করবো। আমাদের কষ্ট দুর করার জন্য জনপ্রতিনিধি নির্রবাচিত করি তারা আমাদের কষ্ট দুর না করে আমাদের জন্য তৈরী করে কষ্টের মরন ফাঁদ । হরতালের নামে গাড়ী ভাংচুর, জ্বালাও পোড়াও আর কত দিন চলবে । সরকার একটা করে ভুল সিদ্ধন্ত নিবে আর বিরোধী দলকে হরতাল করবে। আসুন আমারা সরকরী দল বা বিরোধী দল যে যে দল করিনা কেন হরতালকে না বলি। হরতাল কখনও কোন সমাধান দিতে পারেনা। সরকারী দল ও বিরোধী দল যারা জনগনের ভোটে নির্বাচিত হয়েছেন জনগনের পাশে থাকুন। আজ দুরদিনে আপনারা জনগনের পাশে না থাকলে জনগনও আপনাদের পাশে থাকবেনা। তাই জনগনের পাশে থাকুন জনগনকে ভালবাসুন জনগনও আপনাকে ভালবাসবে।