আসুন জাতীয় স্বার্থে এক সাথে কাজ করি

মোঃ মোমিনুল ইসলাম
Published : 24 Dec 2011, 12:05 PM
Updated : 24 Dec 2011, 12:05 PM

আমরা স্বাধীন । বিজয়ের ৪০ বছর পেরিয়ে গেলেও আমরা স্বাধীনতার সুফল পেলাম না। জাতি হিসেবে আমরা বাঙ্গালী হয়ে রইলাম মানুষ হতে পারলাম না। জাতির শ্রেষ্ট সন্তানরা তাদের জীবন বাজী রেখে পাক হানাদার বাহিনীর সাথে দীর্ঘ ৯মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করল, তাদের সঠিক মুল্যায়ন আমরা করতে পারলাম না। দেশের উন্নয়ন তথা জনগনের জীবনাযাত্রার মান উন্নয়ন হলোনা। এদেশের রাজনৈতীক ব্যক্তিরা আজও এক কাতারে আসতে পারলোনা। সরকারী দল ও বিরোধী দল তারা জাতীর সার্থে এক কাতারে আসতে পারলোনা। বিজয়ের চল্লিশ বছরেও তারা এক সাথে বিজয় উৎসব পালণ করতে পারলোনা । আর কত বছর হলে আমরা এক কাতারে দাড়াতে পারবো । দল মত পাথর্ক্য ভূলে গিয়ে জাতির ও জনগনের ভাগ্যের পরিবর্তন কি আমরা করতে পারিনা। আমরা যে যে দল করিনা কেন জাতীর বৃহত্তম সার্থে আমরা এক সাথে কাজ করবো। আমরা বীরের জাতি, আমরা পারবো আমাদের এদেশকে একটি উন্নত দেশ হিসেবে বিশ্বের দরবারে মাথা উচ্চ করে দাড়াতে । সরকারী দল আজ যে সিদ্ধান্ত নিবে তা যেন জনগন ও জাতীর সার্থে হয়। বিরোধী দল যে কর্মসুচি দিবে তাও যেন জনগন ও জাতীর সার্থে হয়। নিজেদের সার্থে বা দলের সার্থে কোন সিদ্ধান্ত বা কর্মসুচি দিবেন। আসুন আমরা জাতীর সার্থে এক সাথে কাজ করি দেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলি।