এটা কি পুলিশের ধর্ম?

মোঃ মোমিনুল ইসলাম
Published : 14 Feb 2012, 02:30 AM
Updated : 14 Feb 2012, 02:30 AM

পুলিশ জনগনের বন্ধু , সেবাই পুলিশের ধর্ম। দুইটার কোনটি পুলিশের স্লোলগান। যদি জনগনের বন্ধু হয় তাহলে পুলিশকে দেখে জনগন ভয় করে কেন। পুলিশ জনগনকে বন্ধুর মত পাশে থাকবে বলে যে মুলমন্ত্র ধারন করেছে তা কতটুকু পুলিশ পালন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র কাদের তার প্রমাণ। ঝালকাঠীর লিমন, বর্তমান সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগনে রাকিব, আমিনবাজারে ছয় ছাত্র পুলিশের উপস্থিতিতে নির্মম ভাবে খুন। তাদের কি অপরাধছিল পুলিশ তাদের উপর এমন অমানষিক নির্যাতন করে তাদের ভবিষত নষ্ঠ করে দেওয়া কি বন্ধুর কাজ এই কি পুলিশের বন্ধুত্ব । আর সেবাই পুলিশের ধর্ম, কি সেবা করেন পুলিশ যে পুলিশ টাকা (ঘুষ) ছাড়া কোন কাজ করেনা, ধর্ষণের পর ধর্ষিতা পুলিশের কাছে ধর্ষণকারীর বিরোধে বিচার চাইতে গেলে তাকে দ্বিতীয় বার ধর্ষণের শিকার হতে হয়। অপরাধীর বিরোধে মামলা করতে গেলে মামলা না নিয়ে বাধীকে হয়রানির শিকার হতে হয়। আসামী গ্রেফতার করার পর টাকার (ঘুষ) বিনিময় আসামী ছেড়ে দেন। যারা দুর্বল পুলিশ তাদের আসামী করে আসল আসামীকে পালাতে সাহায্য করছে, এটা কি পুলিশের ধর্ম।