গনতন্ত্র একটি ক্যাসেট

মোঃ মোমিনুল ইসলাম
Published : 6 March 2012, 03:10 PM
Updated : 6 March 2012, 03:10 PM

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ১২ই মার্চ এই দিন কি হবে তা নিয়ে আতংকে আছে সারা দেশের সাধারন জনগন। যে কোন রাজনৈতিক ইস্যুতে রাজ পথ দখল করে চলে মিছিল সমাবেশ। সাধারণ জনগন রাস্তায় বের হলে আবার ঘরে ফিরতে পারবে কিনা তার কোন নিশ্চয়তা নেই । তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিতে সাধারণ জনগন নাজেহাল। রাজনৈতিক কর্মসূচি মানেই গাড়ী ভাংচুর,জ্বালাও পোড়াও মানুষ হত্যার কর্মসূচি। যারা রাজনৈতিক দলগুলোর এই অপ রাজনৈতিক কর্মকাণ্ডের শিকার রাজনৈতিক দলগুলো কি তাদের কোন খোঁজ রাখে। মানুষ মেরে ক্ষমতায় যাওয়ার নামই কি গনতন্ত্র। এই গনতন্ত্রের জন্যই কি ৩০ লক্ষ লোক শহীদ হয়েছেন, মুক্তিযোদ্ধারা জীবন বাজী রেখে যুদ্ধ করেছেন। দেশে হাজারও সমস্যা তার কোন সমাধন নেই, কি ভাবে ক্ষমতায় যাওয়া যায় তা নিয়ে রাজনৈতিক দলগুলো ব্যস্ত। স্বাধীনতার ৪০ বছর পেরিয়ে গেল আমরা স্বাধীন হতে পারলাম না। আর কত রক্ত ঝরালে আমরা স্বাধীনতা ও গনতন্ত্র পাব। রাজনীতিবিদরা নিজের জন্য নয় দেশের মানুষের জন্য রাজনীতি করবে, দেশে গনতন্ত্র আসবে। জনগন স্বাধীন ভাবে চলা ফেরা করতে পারবে, ঘরে ও বাহিরে মনুষ নিরাপদে থাকতে পারবে। বিরোধী দলে থাকলে আমরা গনতন্ত্র রক্ষার জন্য জীবন দিয়ে দেই আর ক্ষমতায় গেলে জীবন বাঁচানোর জন্য গনতন্ত্রকে গলা টিপে হত্যা করে। সরকারী দল বিরোধী দলে গেলে তারাও গনতন্ত্রর জন্য জীবন দিয়ে দেয় এযেন ক্যাসেটের এপিট ওপিট। গনতন্ত্রের ক্যাসেট বাজিয়ে নয় জনগনকে ভালবেসে রাজনীতি করুন।