উত্তর সারিটয়া প্রিমিয়ার লীগ (ইউপিএল)

মোঃ মোমিনুল ইসলাম
Published : 28 April 2012, 02:50 AM
Updated : 28 April 2012, 02:50 AM

বাংলাদেশের মানুষ ক্রিকেটকে কত ভালবাসে তা কামাল সাহেব বাদে সবাই জানে। আমার বাড়ী সিরাজগঞ্জ সদর উপজেলার উত্তর সারটিয়া গ্রামে বৈশাখের ছুটিতে বাড়ীতে গিয়েছিলাম । শুক্রবার সকালে আমর মামাতো ভাই আমাকে বলে ভাই চলো ইউপিএল খেলা দেখে আসি আমি তাকে বলাম ইউপিএল কি সে বলল, উত্তর সারিটয়া প্রিমিয়ার লীগ সে আরো বলল যে, তারা ১৫ জন খেলোয়াড় দল হল ১৬টি আমি বলাম এটা কি ভাবে সম্ভব তখন সে আমাকে ইউপিএল কি তা বুঝাল শুনে আমি যা বুঝলাম তা হল ক্রিকেটকে কত ভালবাসে তারা। ১৫ জনই খেলবে ১৬ দলের হয়ে । দুইজন অধিনায়ক ১৪ জনকে দুই ভাগে ভাগ করে দর গঠন করবে বাকি এক জন ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবে।

গত ১৪ই এপ্রিল হয়ে গেল উত্তর সারিটয়া প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা। ১৫ জন খেলোয়াড় ১৬টি দল। একজন খেলোয়াড় দুইটি দল নেয়ার কারনে দল হয় ১৬টি। ফাইনাল খেলায় শুভ একাদশ এবং ফরিদ একাদশ একে অপরের মোকাবেলা করেন। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ফরিদ একাদশ। নির্ধারিত ১৬ ওভারে তার দুই উইকেট হাতে রেখে সংগ্রহ করেন ৭৯ রান। ফরিদ একাদশের হিরা করেন ২৫ রান। শুভ একাদশের অধিনায়ক শুভ, রাসেল ৩ টি করে উইকেট নেন। জবাবে শুভ একাদশ শুরুতেই ফরিদ একাদশের বোলারদের তোপের মুখে পরেন। ৮০ রান তাড়া করতে নেমে ৬৯ রানে সব কয়টি উইকেট হারায় শুভ একাদশ। ফরিদ একাদশ উত্তর সারিটয়া প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ১০ রানে জয় লাভ করে। ফাইনাল খেলায় শুভর একটি অসাধারন ক্যাচ লুফে নের হিরা। ম্যান অব দ্যা ম্যাচ হন জয়ী দনের হিরা। প্রতিটি ম্যাচে ভাল খেলার কারনে হিরা ম্যান অব দ্যা সিরিজও নির্বাচিত হন। লীগের ফাইনাল খেলাসহ সবগুলো খেলা পরিচালনা করেন সাকিব।