গুম নয় খুন

মোঃ মোমিনুল ইসলাম
Published : 1 May 2012, 04:53 PM
Updated : 1 May 2012, 04:53 PM

ঠাকুর ঘরে কে আমি কলা খাইনা! আজ মঙ্গলবার সকালে ওসমানী মিলনায়তনে মে দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেন ইলিয়াস আলীর বিধবা স্ত্রী। স্বামী মারা গেলে স্ত্রী বিধবা হয় ইলিয়াছ আলীর স্ত্রী বিধবা তার মানে ইলিয়াছ আলী আর বেঁচে নেই তিনি মারা গিয়াছেন। মাননীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, আপনি কিভাবে শিওর হলেন ইলিয়াছ আলী খুন হয়েছে। প্রধানমন্ত্রী বললেন ইলিয়াছ আলী বেগম খালেদা জিয়ার নির্দেশে লুকিয়ে আছেন, খালেদা ইলিয়াছ আলীকে নিয়ে নাটক করছেন। সৈয়দ আশরাফ বললেন ইলিয়াছ আলী জীবিত উদ্ধার হবেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন বিএনপি ইলিয়াছ আলী উদ্ধারে জন্য কোন সহযোগিতা করছেনা। ইলিয়াছ আলীর গুমের কোন তথ্য নেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে । ইলিয়াছ আলী কি সত্যই খুন হয়েছে যদি সত্যই খুন হয়ে খাকে তাহলে মাননীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, আপনি জানেন ইলিয়াছ আলীকে কে বা করা গুম বা খুন করেছে তা জাতির কাছে বলে দিন। তা না হলে একদিন আমি ও আপনি বা আমাদের আপন জন কে ইলিয়াছ আলীর মতো হতে হবে। আপনার রাজনীতিবিদরা নতুন প্রজন্মের আর্দশ। আপনাদের পথ অনুসরন করে নতুনরা রাজনীতিতে আসবে। আর আপনাদের যদি এই আবস্থা হয় তাহলে নতুনরা রাজনীতি থেকে সরে যাবে, রাজনীতিবিদের সংকট দেখা দিবে। জাতির পথ হারা হয়ে পরবে। আমাদের সোনার বাংলা, লাল সবুজ পতাকা খুঁড়ে খুঁড়ে খাবে ভিন দেশী শকুনেরা। তাই জাতির স্বার্থে জনগনের স্বার্থে আপনারা রাজনীতিবিদরা কাজ করে যান। ইলিয়াছ আলীর গুম বা খুন যাই হোক না কেন তার সত্য জাতির কাছে তুলে ধরুন। তা না হলে জাতি আপনাদের রাজনীতিবিদদের ক্ষমা করবেনা।