গীতা সারাংশ

মমর
Published : 19 Oct 2011, 08:45 AM
Updated : 19 Oct 2011, 08:45 AM

যা হয়েছে তা ভালই হয়েছে,
যা হচ্ছে তা ভালই হচ্ছে,
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ।
যা দিয়েছ এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে,
কাল তা অন্যকারো ছিল,
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।
পরিবর্তনই সংসার এর নিয়ম।।

এই লেখা গুলো হিন্দু শাস্ত্রের গীতা থেকে নেওয়া। এটা হলো গীতার সারাংশ। যে শাস্ত্রের ই হউক না কেন লেখা গুলো আমার ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

কখনো কোন কারণে যদি কারো মন খুব খারাপ থাকে তবে এই কথা গুলো কয়েক বার পড়ে দেখতে পারেন। আশা করি মন ভাল হয়ে যাবে। এটা আমার জীবনে বাস্তব পরীক্ষিত।পূর্বে লেখাটি এখানে প্রকাশিত