বাংলা ভাষা

মন আলমাজি
Published : 19 Feb 2012, 02:11 PM
Updated : 19 Feb 2012, 02:11 PM

কারোর দানে এ ভাষা পাওয়া নয়
রক্তের দামে অর্জিত আমাদের এই ভাষা ।

১৯৫২ সালের আকুতোভয় রফিক,সালাম , জব্বার , এর সাথে আমরা স্মরন করি তাদেরকেউ যাদের রক্ত বিসর্জনের কথা হয়নি ছাপা সেদিন খবরের কাগজে,সেই সন্তানহারা মায়ের কান্না হয়তো শোনা হয়নি অনেকেরই।

এই রকম অনেক ত্যাগ, তীতিক্ষা আর বিসর্জনে পাওয়া আমাদের এই বাংলা ভাষা।

আসুন ,আমাদের এই প্রিয় বাংলা ভাষা দিয়ে আমরা যেন আমাদের কাছের মানুষগুলো কষ্ট পায় এমন কথা বলা থেকে বিরত থাকি।