সরাইলে বিশ্ব স্কাউট দিবস পালন

এম.মনসুর আলী
Published : 23 Feb 2018, 10:12 AM
Updated : 23 Feb 2018, 10:12 AM

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে স্কাউটের জনক রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েলের ১৬১তম জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউট দিবস পালন করা হয়েছে। ব্যাডেন পাওয়েলের নামে দিবসটি বিপি দিবস নামেও পরিচিত।

দিবসটি উপলক্ষে সরাইল উপজেলা স্কাউটের আয়োজনে বৃহস্পতিবার এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাত।

পরে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত, সরাইল উপজেলা স্কাউটস কমিশনার মোহাম্মদ আলী প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন- সরাইল উপজেলা স্কাউটসের সহ সম্পাদক মোঃ শামছুল আলম, শিক্ষক মো. রফিক মিয়া প্রমুখ।

উল্লেখ্য,  ব্রিটিশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল লর্ড ব্যাডেন পাওয়েল ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন। ১৯০৭ সালে তিনি স্কাউট আন্দোলন শুরু করেন।