বাংলাদেশে এক সন্তান নীতি বাধ্যতামুলক করা দরকার

মনসুর মুহাম্মদ
Published : 7 Dec 2012, 04:18 AM
Updated : 7 Dec 2012, 04:18 AM

বাংলাদেশের প্রধান সমস্যা জনসংখ্যা সমস্যা /জনসংখ্যায় ঘনত্বের দিক দিয়ে বাংলাদেশে ভারতের তুলনায় ৪গুণ এবংচীনের তুলনায় ৮গুণ বেশী /দেশের জনসংখ্যায় প্রতি বছর ২৫ লাখ মানুষ যোগ হচেছ /প্রতি সেকেন্ড জন্ম নিচেছ একজন শিশু/এমতাবস্থায় আগামী ১০ বছরে দেশের জনসংখ্যা হবে প্রায় ২৫ কোটি /সামনের এক দশকেই দেশে ঘটবে জনসংখ্যা বিস্ফোরণ /এই বিস্ফোরণ ঠেকাতে দেশের মঙ্গলের জন্য চীনের মত বাংলাদেশেও এক সন্তাননীতি চালু করা দরকার /তা না হলে একদিন দেশ রসাতলে যাবে /দেশে দেখা দেবে তীব্র মঙ্গা /পেটের ক্ষুধা মেটাতে মানুষ করবে চুরি ,ডাকাতি—/ এখন আমাদের এই দেশটাকে আমরা যদি উন্নত করতে চাই তাহলে সবার আগে দরকার এক সন্তাননীতি চালু করা এবং শিক্ষার হার বাড়ানো /