তথ্যপ্রযুক্তি নির্ভর বাংলা চাই!

নির্মল দাস মন্টু
Published : 8 Jan 2018, 01:36 AM
Updated : 8 Jan 2018, 01:36 AM

বর্তমান তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ।
নিয়মিত আমরা তথ্যপ্রযুক্তি ব্যাহার করি।বাংলাদেশে সরকারি-বেসরকারি অনেক ব্যাংক রয়েছে।কিন্তু ব্যাংকে টাকা জমা দিতে হলে হাতে লিখে স্লিপ পূরণ করে তারপর জমা দিতে হয়।এখানে ব্যবহার করা হচ্ছে না তথ্য প্রযুক্তি। হাতে স্লিপ লিখে টাকা জমা দিতে অনেক সময় লাগছে।অনেকে লিখতে পারছে না, ব্যাংকের তারা লিখে দিতে অনেক সময় লাচ্ছে।ব্যাংক মালিকরা যদিও প্রিন্ট এর ব্যবস্থা করে। তাহলে গ্রাহক দ্রুত টাকা জমা দিতে পারবে। গ্রাহকদের সুবিধা হবে। বাংলাদের মধ্য বীমা কোম্পানি এর ব্যবস্থা করেছে। ফারইষ্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লি: প্রিন্ট পদ্ধতিতে জমা নিচ্ছে।

ডিজিটাল বাংলাদেশ। মতামত জানাবেন।
লেখক:নির্মল দাস মন্টু
ওসমানীনগর, সিলেট।