বিদ্যার দেবীর পূজা

নির্মল দাস মন্টু
Published : 22 Jan 2018, 11:59 AM
Updated : 22 Jan 2018, 11:59 AM

বার মাসে তের পূজা-পার্বণ। এই শ্লোগান সামনে রেখে হিন্দুধর্মালম্বীরা পূজা করে বারো মাস। সোমবার সরস্বতীপূজা। হিন্দুরা বিশ্বাস করেন যে, সরস্বতী দেবী বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীপূজা করা হয়। গতকাল রবিবার মধ্যরাতে প্রতিমা স্থাপন করে পূজার আনুষ্ঠানিকতা সূচনা করা হয়। দুই দিন চলবে পূজা। শাস্ত্র অনুযায়ী সকালে দেবীকে দুধ, মধু, দই, ঘি, কর্পূর, চন্দন দিয়ে স্নান করানো হয়। পুরোহিতরা 'সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে'—এ মন্ত্র উচ্চারণ করে বিদ্যার দেবী সরস্বতীকে আরাধনা করেন। ভক্তরা পুষ্পাঞ্জলি দেবীর চরণে অর্পণ করে। তাপর দুধের সাথে, আমের মকুল মিশানো প্রসাদ, খেয়ে উপবাস থেকে মুক্ত করা হয়।

মঙ্গলচন্ডী নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয়, আজকের তোলা ছবি, পূজা শেষে।

বিভিন্ন স্কুল-কলেজে পূজার আয়োজন করা হয় এবং বাসা-বাড়িতে পূজা করা হয়েছে। ওসমানীনগরের মধ্য গোয়ালা বাজার কেন্দ্রীয় কালী মন্দির, গোয়ালা বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়, উদয়ন কিন্ডারগার্টেন, তাজপুর ডিগ্রি কলেজ, শিব বাড়ি ইলাশপুর ও মঙ্গলচন্ডী নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্থানের সরস্বতীপূজার আয়োজন করা হয়।


পূজা শেষে গোয়ালা বাজার কেন্দ্রীয় কালী মন্দির। পূজোর আয়োজন করে সনাতন সংঘ, গোয়ালা বাজার, ওসমানীনগর, সিলেট।

তাজপুর ডিগ্রি কলেজ