মোবাইলেই চলছে জুয়া খেলা

নির্মল দাস মন্টু
Published : 1 Feb 2018, 03:06 AM
Updated : 1 Feb 2018, 03:06 AM

আমাদের এই দেশ বর্তমানে ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ হওয়াতে বাংলার মানুষ হচ্চে ডিজিটাল, ব্যবহার করছে তথ্য-প্রযুক্তি। তথ্য-প্রযুক্তি ব্যবহার করাতে একদিকে বাড়ছে সুফল, অন্যদিকে বাড়ছে কুফল।

বর্তমানে বেশিভাগ মানুষই ব্যবহার করছে এন্ড্রয়েড ফোন। এন্ড্রয়েড ফোনে ভিন্ন ধরনের গেমস খেলি অনলাইনে বা আফলাইনে। আমরা অ্যাপস ব্যাবহার করে গেইম খেলি। কিছু কিছু গেইম রয়েছে যে, গেইম আমাদের সমাজের যুবকদের জুয়ার নেশায় যুক্ত করছে। যুবরা জুয়া খেলে এরকম কয়েকটি গেমের নাম জান্ডি মুন্ডা, চরকি ও চক্কা ইত্যাদি।

ছবিটি স্ক্রিনসট দিয়ে তোলা জান্ডি মুন্ডা

এই সব খেলা খেলে টাকা দিয়ে থাকে যুবরা। বাড়ছে খেলা, লাগছে মারামারি। জুয়ার টাকার জন্য ঝগড়া লাগছে তাদের মাঝে। আমাকে এই গেইমটি সর্ম্পকে একজন যুবক বলে যে, তুমি কি জান্ডি মুন্ডা গেইম খেলবি? আমি তাকে বলি কিভাবে এই গেইম খেলা হয়। সে বল টাকা দিয়ে খেলতে হয় এই গেইম। আমি তার কাছ থেকে খবর নেই, কোথায় কোথায় এই গেইম খেলা হয়। সে বলে সারা সিলেট জুড়ে এই গেইম খেলা হয়। যাই হউক, আমরা চাই না এই সব গেইম খেলে জুয়ায় যুক্ত হই।