শিব চতুর্দশী পূজা

নির্মল দাস মন্টু
Published : 14 Feb 2018, 07:49 AM
Updated : 14 Feb 2018, 07:49 AM


গোয়ালা বাজার কেন্দ্রীয় কালী মন্দির এর ছবি

আজ ১৪ ফেব্রুয়ারি ২০১৮ (১লা ফল্গুন ১৪২৪) রোজ বুধবার শুভ শিবরাত্রি। শিব ব্রত পালন করা হয় কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে। শিব ব্রত পালনের উদ্দেশ্য অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য। আজ শিবলিঙ্গে গঙ্গাজল, বেলপাতা ও ফুল দিয়ে পূজা করা হবে।

গোয়ালা বাজার কেন্দ্রীয় কালী মন্দিরে আজ সকাল থেকে শিব পূজা শুরু হয়েছে। শিব পূজা চলবে আজ রাত ১টা পর্যন্ত। ভক্তরা সকাল থেকে শিব লিঙ্গকে  দুধ, গঙ্গাজল ও ঘি দিয়ে স্নান করাচ্ছেন।