পুরনো তাবুঘর

নির্মল দাস মন্টু
Published : 15 July 2018, 09:53 AM
Updated : 15 July 2018, 09:53 AM

সিলেট জেলার ওসমানীনগর থানার গোয়ালাবাজার ইউনিয়নের গোয়ালাবাজারের দক্ষিণ দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত এই তাবুঘরগুলো।

তাবু বলতে আমরা বুঝি ভ্রমণের সময় থাকার জন্য যে আশ্রয়কেন্দ্র বানানো হয়। তাবুর মতো দেখতে এই ঘরগুলোকে তাই নাম দেওয়া হয়েছে তাবুঘর।

স্থানীয় অনেকের কাছে জানা যায়,  এই ঘরগুলো নির্মাণ করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রধানমন্ত্রী থাকাকালীন আমলে।

কৃষি অফিসের পাশে হওয়ায় বর্তমানে কৃষি অফিস নামেও একে চেনে অনেকে।

এই তাবু ঘরগুলো কৃষি কর্মকর্তারাদের কোয়ার্টার হিসেবে ব্যবহার করা হয়।

এখানে পাঁচটি তাবুঘর রয়েছে। প্রাচীন পুরাতন তাবুঘরগুলো মধ্যে এখন একটি ঘরে একজন কর্মকর্তা বাস করছেন। পুরনো হওয়ায় বাকি ঘরগুলো পরিত্যক্ত রয়েছে।

ছবি: নির্মল দাস মন্টু