বাহারি রঙের চা

নির্মল দাস মন্টু
Published : 1 Oct 2018, 03:52 PM
Updated : 1 Oct 2018, 03:52 PM

শ্রীমঙ্গলে চারদিকে শুধু চায়ের বাগানই চোখে পড়ে। আর তাতে চায়ের তৃষ্ণাও বেড়ে যায় অনেকগুণ। রমেশ রাম গৌড়ের সাত রঙের চায়ের গ্লাস হাতে অবশ্য অনেকেই তাকিয়ে থাকেন মুগ্ধতায়। 

রমেশ ২০০২ সাল থেকে সাত রঙের চা বানিয়ে আসছেন।  রমেশ রাম গৌড়ের চায়ের দোকান নীলকন্ঠ চা কেবিন নামেই চেনে সবাই। তার দুটি দোকান রয়েছে; একটি শ্রীমঙ্গলের মণিপুরী অধ্যুষিত রামনগরে, আরেকটি কালীঘাট রোডের ১৪ রাইফেল ব্যাটালিয়নের ক্যান্টিনে।


শ্রীমঙ্গল থেকে রিকশায় বা অটোতে করে সহজেই পৌঁছে  যেতে পারেন রমেশের দোকানে।  সাত রঙের চা ছাড়াও আদা চা, লেবু চা, সবুজ চা, কালো চা -ও পাওয়া যায় তার দোকানে।