সিতেশ বাবুর চিড়িয়াখানায় একদিন

নির্মল দাস মন্টু
Published : 3 Dec 2018, 11:27 AM
Updated : 3 Dec 2018, 11:27 AM

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা। এখানে রুপশপুর এলাকাতেই সিতেশ বাবুর চিড়িয়াখানা। সিলেট বিভাগের মধ্যে এই একটিই চিড়িয়াখানা রয়েছে।

শ্রীমঙ্গল টাউন থেকে একটি গাড়ি রিজার্ভ করে পৌঁছে যাই রুপশপুরে। গাড়ি থেকে নেমেই টিকেট কাউন্টার থেকে ছয়টি টিকেট কেনা হলো। এই চিড়িয়াখানায় প্রবেশ টিকেট মূল্য বিশ টাকা।

প্রবেশ ফটকের উপরে ফলকনামায় লেখা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। ভিতরে ঢুকতে চোখে পড়বে চিত্র হরিণ। হরিণের খাঁচা পেরিয়ে এলো ভাল্লুক। এরপর হনুমান দেখার পালা। আর তারপর অজগরও দেখা হলো।

এখানে ঘুরতে এলে আরো দেখা মিলবে উল্লুক, শকুন, তিতির, সাদা মোছো বিড়াল, সাদা বাঘ, চিত্রা বাঘ, সোনালী বাঘ, বানর, লজ্জাবতী বানর, সোনালী হনুমান, গাধা, সজারু, সোনালী কচ্ছপ, কাঠবিড়ালসহ দেড়শ প্রজাতির প্রাণী আর বিরল প্রজাতির পাখির।

পাখিশালায় রয়েছে পাহাড়ি বক, নিশি বক, বনহাঁস, কোয়েল, ধনেশ, টিয়া, ময়না, শঙ্খচিল, তোতা, সবুজ ঘুঘুসহ আরো অনেক পাখি।

প্রাণিবৈচিত্র্য দেখতে দেখতে সুন্দর একটা সময় কেটে যাবে  সিতেশ বাবুর চিড়িয়াখানায়।