উজ্জ্বল ভাই, ফ্রান্সের রাজা লুই এর রাজবাড়ী দর্শনের অভিজ্ঞতা নিয়ে একটা পোস্ট লিখে ফেলুন। আর সেই সাথে রাজা লুই এর কিছু ইতিহাস। আমরা আগ্রহী পাঠকেরা নিঃসন্দেহে সমৃদ্ধ হব।
আপনি ব্লগারদের ব্লগ পড়েন এবং গঠন মূলক মন্তব্য করে যেমন একজন ব্লগারকে উৎসাহিত করছেন তেমনি ব্লগকে প্রানবন্ত ও গতি সঞ্চারেও অবদান রেখে যাচ্ছেন। চেষ্টা করবো আপনার কথা মত ভার্সাই বাজবাড়ীর উপর একটি ব্লগ লেখার।
আমি জিনিয়া ও উজ্জ্বল দুজনকেই অনুরোধ করবো আপনারা যেহেতু পৃথিবীর সমৃদ্ধ দুটো দেশে বসবাস করছেন সেহেতু আমরা যারা বাংলাদেশে আছি তাদের জন্য সুন্দর সুন্দর ছবি ও ঐ সব দেশের কৃষ্টি, সভ্যতা ও ইতিহাস সর্ম্পকে জানান। কারণ হয়ত আমাদের অনেকের পক্ষে পৃথিবীর সব দেশ দেখা সম্ভব না বা পৃথিবীর সব দেশের সুন্দর সুন্দর তথ্য গুলোও জানা সম্ভব নয়। এছাড়াও আরো যারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন তারাও তাদের আশে পাশের সব সুন্দর দৃশ্য, খবর ইত্যাদি তুলে ধরুন আমাদের কাছে ব্লগের মাধ্যমে।
আপনাদের দুজনকে শুভেচ্ছা। 🙂
জিনিয়া বলেছেনঃ
উজ্জ্বল ভাই, ফ্রান্সের রাজা লুই এর রাজবাড়ী দর্শনের অভিজ্ঞতা নিয়ে একটা পোস্ট লিখে ফেলুন। আর সেই সাথে রাজা লুই এর কিছু ইতিহাস। আমরা আগ্রহী পাঠকেরা নিঃসন্দেহে সমৃদ্ধ হব।
ছবিটা সুন্দর। মাথার উপরের ক্রাউনটা চমত্কার লাগছে।
শুভকামনা।
মু: গোলাম মোর্শেদ উজ্জ্বল বলেছেনঃ
জিনিয়া আপু,
আপনি ব্লগারদের ব্লগ পড়েন এবং গঠন মূলক মন্তব্য করে যেমন একজন ব্লগারকে উৎসাহিত করছেন তেমনি ব্লগকে প্রানবন্ত ও গতি সঞ্চারেও অবদান রেখে যাচ্ছেন। চেষ্টা করবো আপনার কথা মত ভার্সাই বাজবাড়ীর উপর একটি ব্লগ লেখার।
শুভকামনা।
মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী বলেছেনঃ
আমি জিনিয়া ও উজ্জ্বল দুজনকেই অনুরোধ করবো আপনারা যেহেতু পৃথিবীর সমৃদ্ধ দুটো দেশে বসবাস করছেন সেহেতু আমরা যারা বাংলাদেশে আছি তাদের জন্য সুন্দর সুন্দর ছবি ও ঐ সব দেশের কৃষ্টি, সভ্যতা ও ইতিহাস সর্ম্পকে জানান। কারণ হয়ত আমাদের অনেকের পক্ষে পৃথিবীর সব দেশ দেখা সম্ভব না বা পৃথিবীর সব দেশের সুন্দর সুন্দর তথ্য গুলোও জানা সম্ভব নয়। এছাড়াও আরো যারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন তারাও তাদের আশে পাশের সব সুন্দর দৃশ্য, খবর ইত্যাদি তুলে ধরুন আমাদের কাছে ব্লগের মাধ্যমে।
আপনাদের দুজনকে শুভেচ্ছা। 🙂
মু: গোলাম মোর্শেদ উজ্জ্বল বলেছেনঃ
প্রিয় ইলিয়াছ ভাই,
সালাম নেবেন, আপনার আইডিয়াটা আমার ভালোলেগেছে। এখন থেকে চেষ্টা করবো এ ধরনের ব্লগ পোষ্ট করার জন্য।
ধন্যবাদ আপনাকে ।