ফ্রান্সে রাজাকারদের ফাঁসীর দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

মু: গোলাম মোর্শেদ উজ্জ্বল
Published : 18 Feb 2013, 05:46 AM
Updated : 18 Feb 2013, 05:46 AM

শাহবাগের গনজাগরনের সাথে একাত্বতা ঘোষনা করে ৭১ এর মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ঘাতক,দালাল ও রাজাকারদের ফাঁসির দাবিতে ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন গত ১৭ ফেব্রুয়ারী আইফেল টাওয়ারের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে।

দল মত নির্বিশেষে শিশু কিশোর,তরুন ও বিভিন্ন বয়সী বাঙ্গালীর উপস্থিতিতে শানিত শ্লোগানে আইফেল টাওয়ার এলাকায় এক নবজাগরনের সৃষ্টি হয় যা বিভিন্ন বিদেশীসহ স্থানীয় সাংবাদিকদের দৃষ্টি আকর্ষন করে। বিক্ষোভের পাশাপাশী প্রবাসী শিল্পীরা জাতীয় সংগীতের ও গণসংগীত পরিবেশন করে।

উক্ত বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ আয়োজন করে, ফ্রান্স মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ,অল ইউরোপীয়ান বাংলাদেশ এসোসিয়েশন,ইয়ুথ ক্লাব,উদীচী শিল্পী গোষ্ঠী, একুশে উদযাপন পরিষদ,স্বরলিপি শিল্পী গোষ্ঠী,আমরা মুক্তি যোদ্ধার সন্তান,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ ফ্রান্স কালচার,মাটির সুর,জাতীয় কবিতা পরিষদ,ফ্রান্স বাংলাদেশ ব্যবসায়ী সমিতি,যুব ইউনিয়ন ফ্রান্স এবং বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশন তুলুজ।

ফটোগ্রাফি:মুহাম্মদ গোলাম মোর্শেদ (উজ্জ্বল)