বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স সংসদ কর্তৃক প্যারিসে একুশের বই মেলার আয়োজন

মু: গোলাম মোর্শেদ উজ্জ্বল
Published : 22 Feb 2015, 07:53 PM
Updated : 22 Feb 2015, 07:53 PM

বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স সংসদ কর্তৃক অমর একুশ ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষ্যে ফ্রান্সে প্রথমবারের মত প্যারিসের মেট্র হোস হলে দিন ব্যাপি বই মেলার আয়োজন করা হয়। প্রবাসে বেড়ে ওঠা একুশজন শিশুকিশোরকে বিশেষ অতিথী করে মঞ্চে নির্মিত অস্থায়ী শহিদ মিনারে ভাষাশহিদ প্রতি শ্রদ্ধা প্রদর্শনে তাদের দ্বারা পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে এই মহতি মেলার উদ্বোধন করা হয়। মেলার অন্যান্য আয়োজনের মধ্যে ছিলো শিশু কিশোরদের চিত্রাঙ্কন ও সুন্দর বাংলা বর্ণমালা লেখার প্রতিযোগিতা ,বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী ,আয়োজক ,অতিথী ও আগত কমিউনিটি ব্যাক্তিবর্গের ভাষা দিবসের উপর আলোচনা ও বক্তৃতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচকবৃন্দ আয়োজকদের এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে প্রতিবছর এই আয়োজন অব্যাহত রাখার অভিপ্রায় ব্যাক্ত করেন এবং আমাদের ভাষার গৌরবময় ইতিহাস প্রবাসে এমন আয়োজনের মাধ্যমে বিশ্বব্যাপি ছড়িয়ে দেবার আশাবাদ পোষন করেন। মেলার মূল উদ্দেশ্য ছিলো ফ্রান্সে বেড়ে ওঠা প্রজন্মকে একুশের ইতিহাস সম্বন্ধে সঠিক ধারনা দেওয়া এবং বাংলা বই পড়া ও বাংলা শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করা। সেই লক্ষ্যে মেলায় আগত অভিভাবকদের সাথে অনেক শিশুকিশোরদের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং কৌতুহলভরে মেলার ষ্টলগুলো পরিদর্শন ও বই ক্রয় করতে দেখা যায়।