মুক্তিযুদ্ধের চেতনা

মু: গোলাম মোর্শেদ উজ্জ্বল
Published : 26 March 2015, 08:43 AM
Updated : 26 March 2015, 08:43 AM

মুক্তিযুদ্ধের চেতনা মানে
শুধু শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নয়,
শুধু বিশেষ দিনে আলোচনার ঝড় তোলা নয়।
মুক্তিযুদ্ধের চেতনা মানে
কোন শিশু বাংলাদেশের বুকে ঋনের বোঝা নিয়ে ভূমিষ্ঠ হবেনা।
কোনো বাঙ্গালী অন্য বাঙ্গালীর বুকে আর গুলি চালাবে না।
মুক্তিযুদ্ধের চেতনা মানে
সুশিক্ষা ও প্রযুক্তির হাত ধরে বাঙ্গালী জাতির অগ্রযাত্রায় পথে হেঁটে চলা,
জাতীয় স্বার্থে দল মত ভুলে গিয়ে এক সুরে কথা বলা।
মুক্তিযুদ্ধের চেতনা মানে
বাংলার এক একটি ভোর বাঙ্গালীর হাসি মুখ দিয়ে শুরু হওয়া।
কিন্তু মুক্তিযোদ্ধার আত্নত্যাগের অর্জিত বাংলাদেশ আজ একটি মৃত্যুকূপ…….এই ভূখন্ডে ভূমিষ্ট হওয়া শিশুর আজ বেড়ে ওঠার নিশ্চয়তা নাই,পেট্রল বারুদ আর লাশের গন্ধে বাতাস দূষিত,অসৎ লোভীদের দ্বারা আজ শাসন ক্ষমতা লুন্ঠিত। আজকের এই স্বাধিনতা দিবসে খুব অনুভব করছি একজন নেতার, যার নেতৃত্বে আর একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে এই অশুভ শক্তির হাত থেকে দেশের মানুষের পরাধীনতার শৃংখল হতে মুক্তি ঘটে ………..