অনেক কিছু দেখার আছে কিন্তু অবাক হবার কিছু নাই

মু: গোলাম মোর্শেদ উজ্জ্বল
Published : 1 Nov 2015, 08:21 PM
Updated : 1 Nov 2015, 08:21 PM

বাংলাদেশের নৃশংসতা এখন আর অবাক করা কোন বিষয় নয়। নৃশংসতা আমাদের প্রাত্যাহিক জীবনের একটি অংশ।বরং নতুন কি ধরনের নির্মমতা আমাদের জন্য অপেক্ষা করছে সেই প্রতিক্ষার প্রহরগুনে কাটে প্রতিটি মূহুর্ত।তবুও এক একটি নির্মম ঘটনা ঘটার পর আমরা কিছু দুর্বলচিত্তের মানবতাবাদী মানুষ মনুষ্য তাড়নায় হায়েনাদের গ্রেপ্তার ও দ্রত বিচার দাবি করে ফেসবুকে ষ্ট্যাটাস দেই, মানব বন্ধন করি। প্রশ্ন, বিচার কার কাছে দাবি করি?এবং বিচার কে করবে? কোটি কোটি কালো টাকা খরচ করে দখলকৃত রাষ্ট্র ক্ষমতা কি আমার আপনার ন্যায় বিচার করার জন্য? নাকি বিচারের রায় যে টাকা দিয়ে কিনতে পারে তার পক্ষে দেবার জন্য? আবার এমন নেতৃত্ব দেয়া রাষ্ট্র নায়কদের অন্ধ অনুসারীরা শান্তিতে নোবেল পুরস্কার দাবি করে ফেসবুকের পাতাও গরম করি। যে দেশে ন্যায় ও অন্যায়ের পার্থক্য জ্ঞান ভূলে আপন স্বার্থের জন্য ক্ষমতাবানের পক্ষে কথা বলা হয়, তোষামদি করা হয় সেই দেশের মানুষের আরো অনেক কিছু দেখার আছে কিন্তু অবাক হবার কিছু নাই…………..