প্যারিসে দ্বিতীয়বারের মত ’গাড়িমুক্ত দিবস’ পালিত

মু: গোলাম মোর্শেদ উজ্জ্বল
Published : 26 Sept 2016, 04:00 PM
Updated : 26 Sept 2016, 04:00 PM

গত ২৫ সেপ্টেমবর ফ্রান্সের রাজধানী প্যারিসে দ্বিতীয়বারের মত পালিত হল গাড়িমুক্ত দিবস। গতকাল সকাল এগারোটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত শহরের ৪৫ শতাংশ রাস্তায় পাবলিক বাস ও ট্যাক্সি ব্যতিত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিলো। শহরের বড় বড় রাস্তাগুলো ছিলো পথচারিদের দখলে,চলে নানা আয়োজন।এর মধ্যে কয়েক হাজার এথলেট এর অংশগ্রহনে বড় রাস্তাগুলোতে চলে মনোরম ও ব্যতিক্রমধর্মী ম্যারাথন দৌড়। অন্যান্য রাস্তা দখলে রাখে সাইকেল আরোহীরা। প্যারিসের মেয়র অ্যান হিদালগো গত বছর থেকে এই গাড়িমুক্ত দিবসের প্রথা চালু করেন।এই প্রতীকি দিবসের মূল উদ্দেশ্য হলো দূষনমক্ত বিশ্ব গড়ার প্রতিশ্রুতিতে ফ্রান্সের আন্তরিকতা প্রদর্শন।