সকালের আমেজে গানটা শুনে ফেললাম। মন্দিরার শব্দটা আমার কাছেও একটু বেশি শক্তিশালী মনে হচ্ছিল, যদি অপরাপর বাদ্য থাকতো তাহলে অবশ্য ঠিকই ছিল … যা হোক, শেষের দিকে মন্দিরায় মৃদু আওয়াজ তুলতে বললেন একজন। মৃদ্যু আওয়াজে গানটা উপভোগ্য হছিল, যদিও গান তখন প্রায় শেষই।
আসরটা হঠাৎ করেই শুরু হয় কোন প্রস্তুতি ছাড়াই….তাই গানটা আসরের মতই হয়েছে।পবন দাস বাউলের স্ত্রী মিমলু সেন মন্দিরা বাজিয়েছেন অন্য কেউ সুরের তালে চামচ দিয়েই গ্লাসে সুর তুলেছে………
আইরিন সুলতানা বলেছেনঃ
সকালের আমেজে গানটা শুনে ফেললাম। মন্দিরার শব্দটা আমার কাছেও একটু বেশি শক্তিশালী মনে হচ্ছিল, যদি অপরাপর বাদ্য থাকতো তাহলে অবশ্য ঠিকই ছিল … যা হোক, শেষের দিকে মন্দিরায় মৃদু আওয়াজ তুলতে বললেন একজন। মৃদ্যু আওয়াজে গানটা উপভোগ্য হছিল, যদিও গান তখন প্রায় শেষই।
মু: গোলাম মোর্শেদ উজ্জ্বল বলেছেনঃ
ঐ দিন মধ্যরাতের বাউলের আড্ডাটা খুবই উপভোগ্য ছিলো………পবন দাস বাউল ও ফকির শাহাবুদ্দিন মন উজার করে গেয়েছিলো……
মু: গোলাম মোর্শেদ উজ্জ্বল বলেছেনঃ
আসরটা হঠাৎ করেই শুরু হয় কোন প্রস্তুতি ছাড়াই….তাই গানটা আসরের মতই হয়েছে।পবন দাস বাউলের স্ত্রী মিমলু সেন মন্দিরা বাজিয়েছেন অন্য কেউ সুরের তালে চামচ দিয়েই গ্লাসে সুর তুলেছে………
ফারদিন ফেরদৌস বলেছেনঃ
এক কথায় দারুণ। এমন ঘরোয়া পরিবেশনা আজকাল দেখাই যায় না। ধন্যবাদ।
মু: গোলাম মোর্শেদ উজ্জ্বল বলেছেনঃ
আপনাকেও ধন্যবাদ প্রিয় ফারদিন ফেরদৌস ভাই…….