মু: গোলাম মোর্শেদ উজ্জ্বল
Published : 28 Dec 2016, 03:57 PM
Updated : 28 Dec 2016, 03:57 PM

ছেলেবেলায় গ্রাম্য মেলা থেকে  কিনতাম মাটির উপর নানা রঙের তুলির আঁচড়ের রং করা মাটির পুতুল। এমন মেলাকে বলতাম আড়ং। প্যারিসে ক্রিসমাসের একটি মেলায় এমন পুতুল মনে করিয়ে দিলো সেই দিনগুলোর কথা ।