অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের কাছে জাতীয় সংসদের পক্ষ থেকে স্পিকারের দুঃখ প্রকাশ

মোর্শেদ নোমান
Published : 10 June 2012, 02:24 PM
Updated : 10 June 2012, 02:24 PM

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সমালোচনা করে গত ৩রা জুন জাতীয় সংসদে কয়েকজন সংসদ সদস্য যে বক্তব্য দিয়েছেন তার জন্য জাতীয় সংসদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ। বিকেলে সংসদের বৈঠকের শুরুতে তিনি ওই দিনের আলোচনায় অধ্যাপক সায়ীদ সম্পর্কে যেসব অসংসদীয় শব্দ ব্যবহার করা হয়েছে, সেগুলো সংসদের কার্য তালিকা থেকে বাদ দেয়া হবে বলেও জানান। স্পিকার বলেন : আবদুল্লাহ আবু সায়ীদ একজন সম্মানিত ব্যক্তি। তিনি দুর্নীতিবিরোধী সংগঠন টিআইবি'র অনুষ্ঠানে মন্ত্রী বা সংসদ সদস্যদের উদ্দেশ্য করে কোনো বক্তব্য দেননি। তার বক্তব্য কোনো কোনো পত্রিকা বিকৃত করে প্রকাশ করায় সংসদ সদস্যরা ওই খবরের ওপর ভিত্তি করে তার সমালোচনা করেছেন।